খালেদ সরকার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাকরির কারণে অভিনয় নিয়ে বড় পরিকল্পনা করতে পারি না: মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সংখ্যায় কম হলেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। অভিনেত্রী হিসেবে তিনি সবার কাছে পরিচিত হলেও উন্নয়নকর্মী হিসেবে ফুলটাইম চাকরি করেন তিনি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পাবেন বলে জানালেন মিথিলা।
শুক্রবার রাতে একটি অ্যাওয়ার্ড শো-তে হাজির হয়ে মিথিলা বলেন, ‘অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না।’
নতুন কাজ নিয়ে মিথিলা বলেন, ‘গত ঈদে আমার ‘অ্যালেন স্বপন টু’ মুক্তি পেয়েছে। এটা নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। এছাড়া সম্প্রতি দ্বীপ্ত টিলিভিশনে একটি ট্যালেন্ট শো-এর কাজ শেষ করেছি। এখানে আমি বিচারক হিসেবে ছিলাম। এই শো-য়ের মাধ্যমে আমরা কিছু নতুন মুখ পেয়েছি। সামনে যদি ভালো কাজ পাই অবশ্যই অভিনয় করবো।’
সমতার দাবিতে শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি ছিল। ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মিথিলা।
নারীদের অধিকার নিয়ে তিনি বলেন, ‘‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেখানেও আমি উপস্থিত ছিলাম। আমার মনে হয়, নারী সমতার বিষয়টি সবাই চায়। কারণ, নারীরা যদি পিছেয়ে থাকে বা অধিকারগুলো না পায়, তাহলে পৃথিবী তো সামনে এগিয়ে যেতে পারবে না। তাই বলবো, নারীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং নারীরা যেন বৈষম্যের শিকার না হয়।’