ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি এবং হুমকির কথা একই সাথে বলছেন। শনিবার তেহরানে এক নৌ-অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, “আমাদের কোনটি বিশ্বাস করা উচিত? একদিকে তিনি শান্তির কথা বলেন এবং অন্যদিকে তিনি গণহত্যার সবচেয়ে উন্নত হাতিয়ার দিয়ে হুমকি দেন।”

তিনি বলেন, “তেহরান ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে কিন্তু হুমকিতে ভয় পায় না। আমরা যুদ্ধ চাই না।”

ট্রাম্প শুক্রবার বলেছিলেনম ইরানের কাছে তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে একটি মার্কিন প্রস্তাব রয়েছে এবং তারা জানে যে কয়েক দশক ধরে চলমান বিরোধ সমাধানের জন্য তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ট্রাম্প শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা জানে যে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।”

শনিবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইরান “বৈধ অধিকার থেকে পিছু হটবে না। কারণ আমরা হুমকির কাছে মাথা নত করতে অস্বীকার করি।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ এক পোস্টে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো প্রস্তাব পায়নি। 

তিনি বলেছেন, “এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণের তার কষ্টার্জিত অধিকার ত্যাগ করবে।”

ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত রবিবার ওমানে ইরান-মার্কিন আলোচনার চতুর্থ দফা শেষ হয়েছে। নতুন দফার আলোচনার সময় এখনো নির্ধারিত হয়নি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন

এছাড়াও পড়ুন:

কন্টাক্ট লেন্সে সাবধানতা

সেই কবে, ১৫০৮ সালে লিওনার্দো দ্য ভিঞ্চি তার  ‘চোখের সংহিতায়’ প্রথম ধারণা দেন কন্টাক্ট লেন্সের। কেমন ছিল সেটি? তিনি অনুমান করেছিলেন, জলের ভেতর দিয়ে তাকালে মানুষের দৃষ্টি কিছুটা পরিবর্তন হয়। তাই মাথায় এক বাটি জল পরার পরামর্শ দেন। হাস্যকর শোনালেও ব্যাপারটা অনেকটা তেমনই ছিল। ১৬৩৬ সালে লিওনার্দোর এ ধারণার ওপর ভিত্তি করে ফরাসি বিজ্ঞানী রেনে দেকার্ত আরেকটি ধারণা প্রস্তাব করেন, তিনি দেখান যে চোখের সঙ্গে একটি জলভরা কাচের নলের সরাসরি সংযোগ ঘটালে দৃষ্টির খানিকটা উন্নতি ঘটে। তাতে অবশ্য চোখের পলক ফেলাটা বাধাগ্রস্ত হয়। তাতে কী? সেটিই ছিল সে যুগের মানুষের কাছে ঢের বেশি। যেহেতু চোখের পৃষ্ঠের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাই এখান থেকে কন্টাক্ট লেন্স নামটির উৎপত্তি বলে মনে করা হয়। 
দেকার্তের এই আইডিয়া ব্যবহার করে এখনকার উজ্জ্বল রঙিন কন্টাক্ট লেন্সের নকশা বানানোর ধারণাটি মানুষের মাথায় আসতে শুরু করে আরও প্রায় দুইশ বছর পর থেকে। ১৯৩৯ সালে প্রথম প্লাস্টি কন্টাক্ট লেন্স তৈরি হলো। তারপর আরও পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ ২০০২ সালে সিলিকন হাইড্রোজেল কন্টাক্ট লেন্স প্রথম বাজারজাত হলো। এখন তো কন্টাক্ট লেন্স তরুণদের ফ্যাশন অনুষঙ্গ হয়ে অনেকটা নিত্য ব্যবহার্য পণ্যে পরিণত হয়ে গেছে।  
সম্প্রতি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কন্টাক্ট লেন্স বিক্রয় অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হ্যালোয়িনের উৎসবে বিড়াল, জোম্বি, ভ্যাম্পায়ার বা ড্রাকুলা ইত্যাদি চরিত্র অনুযায়ী নিজেকে সাজাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া নানা রঙের কন্টাক্ট লেন্স ব্যবহার করে অনেকে গুরুতর চোখের সমস্যায় আক্রান্ত হচ্ছে। তাই ওয়েবসাইট কিংবা দোকান থেকে কন্টাক্ট লেন্স বিক্রির ব্যাপারে এ সতর্কতা ও কড়াকড়ি আরোপ।   
চোখের সমস্যা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগীকে কন্টাক্ট লেন্স ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তাও শর্তসাপেক্ষে ও কিছু নিয়মকানুন নিয়মিত অনুসরণের ভিত্তিতে। তবে নিজেকে গ্ল্যামারাস দেখানোর লোভে তরুণ প্রজন্মের অনেকে রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন। ব্যতিক্রম নয় আমাদের দেশও। শূন্য পাওয়ারের নানা রঙের এ লেন্সগুলো খুব সহজেই চেহারায় নিয়ে আসে নাটকীয় পরিবর্তন। প্রিয় মডেল, রক বা ফিল্মস্টারদের অনুকরণে পোশাক ও মেকআপের সঙ্গে মানিয়ে লেন্স পরছেন অনেকে এবং নিজের অজান্তে ডেকে নিয়ে আসছে চোখের বিপদ। লেন্স ব্যবহারে তাই বরাবরই সাবধান হওয়ার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। কারণ লেন্স থেকে জীবাণু ছড়িয়ে পড়ে চোখের বিভিন্ন রোগ হতে পারে। এমনকি জীবাণুর আক্রমণে কর্নিয়ায় ক্ষতের সৃষ্টি হয়ে একেবারে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা।  
সাধারণ কন্টাক্ট লেন্সের ওপরে এক ধরনের রং করে রঙিন কন্টাক্ট লেন্স তৈরি করা হয়ে থাকে। কেমিক্যাল জাতীয় রঙিন ওই পদার্থের জন্য অনেকের চোখে এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাছাড়া লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তা থেকেও চোখে এলার্জি হতে পারে। চোখের কালো মণিতে পানি জমে পরে ঘা হতে পারে। ঘুমাতে যাওয়ার আগে যদি লেন্স খুলে না রাখা হয় তবে দেখা দিতে পারে ইনফেকশন। তাছাড়া মেয়াদ ফুরিয়ে যাওয়া লেন্স এবং ঠিকঠাক মতো যত্ন না নেওয়া লেন্স ব্যবহারেও হতে পারে অসুখ।  
সাধারণ কন্টাক্ট লেন্সগুলো দিনের বেলা চোখে পরা হয় এবং রাতে ঘুমের আগে নির্দিষ্ট কেসের মধ্যে খুলে রাখা হয়। লেন্সের প্রকারভেদে 
১২-১৬ ঘণ্টা পর্যন্ত এ লেন্স পরে থাকা যায়। কয়েকটি বিপত্তির কথা না বললেই 
নয় সেগুলো হলো– লেন্স পরা অবস্থায় চোখে ময়লা গেলে বা আঘাত লাগলে এমনকি খুব বেশি রোদ বা তাপে গেলেও চোখে দেখা দিতে পারে জটিলতা। কৃত্রিমতা এড়িয়ে আমরা কি আমাদের অমূল্য চোখ জোড়াকে দিতে পারি না প্রাকৃতিক শান্তি। একটু সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর কিছুটা বিশ্রাম। টাটকা-সতেজ শাকসবজি ও ছোট মাছ খাবারের মেন্যুতে রাখা। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের বিদ্যুৎ চুম্বকীয় আকর্ষণ থেকে সবুজ প্রকৃতির দিকে খানিকক্ষণ তাকিয়ে চোখ জোড়াকে একটু প্রশান্তি দিতে পারি না আমরা? u

সম্পর্কিত নিবন্ধ