ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা
Published: 17th, May 2025 GMT
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতির বক্তব্যে মশিউর রনি বলেন, আমি সব সময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে যে কোন বিষয় স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের অভিভাবকদের যে কোন সমস্যা আমরা সমাধান করব, আমাদের ভিতরে এক সময় যে বৈষম্যহীনতা ছিলো সেটা আর আমাদের এই রাবেয়া স্কুল আর বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ বৈষম্যহীন বাদে আমরা এই রাবেয়া স্কুলে চলাফেরা করবো।
একজন ডাক্তারের সন্তানের এই স্কুলে যে অধিকার রয়েছে একজন রিস্কাওয়ালার শ্রমিকের সন্তানের সমপরিমাণ অধিকার এই স্কুলে থাকবে। আমি যতদিন এই স্কুলের সভাপতি দায়িত্বে থাকবো আমি এই বিষয়গুলো ততদিন অক্ষরে অক্ষরে পালন করে যাবো, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাই।
বিশেষ করে এই স্কুলের যারা শিক্ষক তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদেরকে আপনারা যে গাইড করবেন তারা যেন স্কুল থেকে বের হবার পরেও তা মনে রাখে, তারা যেন কোন মাদকাসক্ত ছেলেদের সাথে বা বখাটে ছেলেদের সাথে চলাফেরা না করে সে বিষয়গুলো আপনারা গাইড করবেন।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মাদকের সংস্পর্শে যাবো না কোন খারাপ ছাত্রদের সাথে চলাফেরা করবো না মাদক যে সেবন করে সে কখনো ভালো হতে পারে না, একজন মাদক সেবী সে কখনো ডাক্তার হতে পারবে না একজন ইঞ্জিনিয়ার হতে পারবে না সেজন্য মাদক সেবীদের থেকে আমাদের দূরে থাকতে হবে কখনোই মাদকের সংস্পর্শে যাওয়া যাবে না।
রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
উল্লেখ্য গত ২৯ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বোর্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এই স ক ল র রহম ন
এছাড়াও পড়ুন:
যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ : সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,"যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। সুস্থ, সবল ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
আজকের এই আয়োজন তারই একটি দৃষ্টান্ত। আমি শান্তিনগরের যুব সমাজকে এমন উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।"
শান্তিনগর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর বন্ধু মহলের উদ্যোগে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হলে যুব সমাজকে সচেতন ও সংঘবদ্ধ হতে হবে। ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।
আমি আশা করি, শান্তিনগরের মতো মহানগরের প্রতিটি এলাকায় তরুণরা এভাবেই এগিয়ে আসবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।"
শান্তিনগর বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি হাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. মাইনুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য পারভেজ খান, কামরুল হাসান রনি, হাবিবুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল প্রধান, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী আবির দেওয়ান প্রমুখ।