নড়াইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেল নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল লতিফকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কয়েকজন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
হামলার ঘটনায় রোববার সন্ধ্যার পর কালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক গোলম কিবরিয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ প্রমুখ।
তাদের অভিযোগ, আব্দুল লতিফ কালিয়া পৌরসভার বেন্দারচর সোয়াবিল এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে আসছিলেন। পথে যোগানিয়া এলাকায় পৌঁছালে প্রায় দেড়শ জনের একটি দল তাঁর গাড়িবহরে লাঠিসোটা, রড ও দাহ্য পদার্থ দিয়ে হামলা চালায়। এ সময় বহরে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বত্তরা। এতে ২০ জন আহত হয়েছেন। জেলা বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থক নড়াগাতী থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি সুবিধাবাদী অংশ এই হামলা চালিয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। কে বা কারা এই হামলা করেছে জানা নেই। আমার লোকজনের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই।’
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, হামলায় ঘটনায় পুলিশে কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি জানার পর তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৩৫ সাংবাদিক নিয়ে বাস খাদে
সাতক্ষীরার তালায় গতকাল রোববার বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৩৫ জন সাংবাদিক ছিলেন। তারা সুন্দরবন সফর শেষে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা এসেছিলেন। পরে তারা সুন্দরবন সফরে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী বাসটি তালার ইসলামকাঠির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অনেকে কমবেশি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। রাস্তার খারাপ অবস্থা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাটকেলঘাটা থানা পুলিশ ও তালা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।
পাটকেলঘাটা থানার ওসি মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।