বাংলাদেশে নতুন দুটি ল্যাপটপ টিওয়ান-১৪ ও মেগাবুক কে১৬এস উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কারিগরি দক্ষতা ও পোর্টেবিলিটি নিশ্চিতে টিওয়ান-১৪ ল্যাপটপে রয়েছে ইনটেল ১৩তম জেনারেশন কোর হাই-অ্যান্ড প্রসেসর। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। নিটস ব্রাইটনেস ৩৫০ (উজ্জ্বলতা) এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশনের ১৪ ইঞ্চি স্ক্রিন, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের ওপর চাপ কমাতে সহায়ক। নির্মাতারা জানায়, মেগাবুক টিওয়ান-১৪ মডেলের ল্যাপটপের ওজন ১.

৩৯ কেজি। মাত্র ১৪.৮ মিলিমিটার থিন বডিতে থাকছে ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ আর ৭৫ ওয়াট ক্ষমতার ব্যাটারি। দ্রুত পাওয়ার বুস্ট করবে ৬৫ ওয়াট জিএএন সুপারফাস্ট চার্জার। অডিওভক্ত ও কনটেন্ট নির্মাতার জন্য রয়েছে ডিটিএস: এক্স আলট্রা ইমারসিভ সাউন্ডের সঙ্গে ভোক সাউন্ড সিস্টেম। ডিভাইসে ওয়ান লিপ মাল্টিস্ক্রিন সুবিধা রয়েছে, যা গ্রাহকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। জানা গেছে, মেগাবুক কে১৬এস ল্যাপটপকে গ্রাহকবান্ধব ডিজাইন দেওয়া হয়েছে। ডিভাইসে রয়েছে এএমডি র‌্যাডিয়ন গ্রাফিক্স আর এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ সিরিজের প্রসেসর। মডেলে রয়েছে ৯১ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত। আবার ১৬:১০ গোল্ডেন রেশিওসহ ১৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, যা ভিউয়িং অভিজ্ঞতায় নতুনত্ব দেবে। থাকছে ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি। স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে রয়েছে ৩০০ শতাংশ উচ্চ ক্ষমতার ডিটিএস স্পিকার, ৭০ ওয়াট পাওয়ার ব্যাটারি এবং ওয়ান-ফিঙ্গার ওপেনিং ডিজাইন। রয়েছে পিসি ম্যানেজার। ল্যাপটপটি ইউএস এমআইএল-এসটিডি ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত।

উৎস: Samakal

কীওয়ার্ড: ল য পটপ

এছাড়াও পড়ুন:

১৪ ইঞ্চি স্ক্রিনে যেসব মাল্টিটাস্কিং সুবিধা

বাংলাদেশে নতুন দুটি ল্যাপটপ টিওয়ান-১৪ ও মেগাবুক কে১৬এস উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কারিগরি দক্ষতা ও পোর্টেবিলিটি নিশ্চিতে টিওয়ান-১৪ ল্যাপটপে রয়েছে ইনটেল ১৩তম জেনারেশন কোর হাই-অ্যান্ড প্রসেসর। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। নিটস ব্রাইটনেস ৩৫০ (উজ্জ্বলতা) এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশনের ১৪ ইঞ্চি স্ক্রিন, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের ওপর চাপ কমাতে সহায়ক। নির্মাতারা জানায়, মেগাবুক টিওয়ান-১৪ মডেলের ল্যাপটপের ওজন ১.৩৯ কেজি। মাত্র ১৪.৮ মিলিমিটার থিন বডিতে থাকছে ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ আর ৭৫ ওয়াট ক্ষমতার ব্যাটারি। দ্রুত পাওয়ার বুস্ট করবে ৬৫ ওয়াট জিএএন সুপারফাস্ট চার্জার। অডিওভক্ত ও কনটেন্ট নির্মাতার জন্য রয়েছে ডিটিএস: এক্স আলট্রা ইমারসিভ সাউন্ডের সঙ্গে ভোক সাউন্ড সিস্টেম। ডিভাইসে ওয়ান লিপ মাল্টিস্ক্রিন সুবিধা রয়েছে, যা গ্রাহকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। জানা গেছে, মেগাবুক কে১৬এস ল্যাপটপকে গ্রাহকবান্ধব ডিজাইন দেওয়া হয়েছে। ডিভাইসে রয়েছে এএমডি র‌্যাডিয়ন গ্রাফিক্স আর এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ সিরিজের প্রসেসর। মডেলে রয়েছে ৯১ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত। আবার ১৬:১০ গোল্ডেন রেশিওসহ ১৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, যা ভিউয়িং অভিজ্ঞতায় নতুনত্ব দেবে। থাকছে ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি। স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে রয়েছে ৩০০ শতাংশ উচ্চ ক্ষমতার ডিটিএস স্পিকার, ৭০ ওয়াট পাওয়ার ব্যাটারি এবং ওয়ান-ফিঙ্গার ওপেনিং ডিজাইন। রয়েছে পিসি ম্যানেজার। ল্যাপটপটি ইউএস এমআইএল-এসটিডি ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত।

সম্পর্কিত নিবন্ধ