কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর ঈদগাঁও নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. তামিম (১২)। সে পোকখালী ইউনিয়নের পূর্বগোমাতলী গ্রামের বাসিন্দা মো. আবুল হাশিমের ছেলে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় তামিম।

তামিমের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আমান উল্লাহ প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিশু মাছ ধরতে নেমে ঈদগাঁও নদীতে ডুবে যায়। এরপর গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে লাশটি পাওয়া গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ