নানা নাটকীয়তার পর অবশেষে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন তিনি। তবে ফিফার নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে ক্লাবগুলোকে ছাড়পত্র দেওয়ার জন্য ১৫ দিন আগে নোটিশ পাঠাতে হয়।

শনিবার ক্লাবগুলোকে সেই নোটিশ পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। যে তালিকায় নেইমারও আছেন বলে জানিয়েছে তারা। পাশাপাশি ৫০ জনের প্রাথমিক এ তালিকায় ফ্লামেঙ্গোর ছয় খেলোয়াড়কে রাখার কথাও জানা গেছে।

আরও পড়ুনবাপ কা বেটা: পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়রের প্রথম ‘সিউ’২ ঘণ্টা আগে

এর আগে গত মার্চে ১৬ মাস পর দলে ফিরেও খেলা হয়নি নেইমারের। মার্চের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। এই চোটের পরই মূলত নেইমারকে বাদ দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমারের পরিবর্তে সে সময় দলে ডাক পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এনদ্রিক।

ব্রাজিল দলে ফেরার জন্য ডাক পাওয়ার কথা শোনা গেলেও ক্লাবের হয়ে নেইমার কিন্তু এখনো দলের বাইরেই আছেন। গত ১৭ এপ্রিল চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার পর আর খেলাই হয়নি তাঁর। সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নেইমারকে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে। এখন তাঁর ফিট হয়ে ফেরার অপেক্ষা। আর ফিট নেইমার যে আনচেলত্তির স্কোয়াডের অন্যতম মূল অস্ত্র হবেন, সেটা বলাই যায়।

নেইমারের ফেরার অপেক্ষায় ব্রাজিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ