নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ দপ্তরের অভিযানে বায়ুদূষণের অভিযানে বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

সোমবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।  

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপপরিচালক জানান, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ ও ১১ বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বায়ুদূষণকারী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।                                                                     
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে। 

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সালের ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে ফেনসিডিলসহ ইকবালকে আটক করে র‌্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরে মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  •  শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা
  • ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
  • নারায়ণগঞ্জে ঘটনার ১০ মাস পর শেখ হাসিনা, আইভীসহ ২১২ জনের নামে হত্যা মামলা
  • নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাতটি ভবনে রাজউকের অভিযান, নকশাবহির্ভূত অংশ অপসারণ
  • নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা
  • বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড