রিভার্স রিসোর্সেসের বাংলাদেশের কান্ট্রি লিড হলেন রিজভান হাসান
Published: 19th, May 2025 GMT
তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেসের বাংলাদেশ কান্ট্রি লিড হয়েছেন রিজভান হাসান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্যাশনবিষয়ক মাসিক ম্যাগাজিন টেক্সটাইল টুডে এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী তৈরি পোশাক ও বস্ত্র খাতে ঘূর্ণায়মান অর্থনীতি (সার্কুলার ইকোনমি) প্রতিষ্ঠায় কাজ করে রিভার্স রিসোর্সেস। প্রতিষ্ঠানটি মূলত বর্জ্য ব্যবস্থাপনা, ট্রেসেবিলিটি ও পুনর্ব্যবহারযোগ্য উৎস খুঁজে বের করার ডিজিটাল সমাধান দেয়। এর মাধ্যমে পোশাক খাতে কাঁচামালের অপচয় কমানো ও টেকসই উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়।
টেক্সটাইল টুডে জানায়, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পোশাক খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে রিজভানের। সরবরাহ শৃঙ্খলা, টেকসই সোর্সিং এবং ব্র্যান্ড ও কারখানার পারস্পরিক সহযোগিতার ওপর কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ। নতুন নিয়োগের ফলে বাংলাদেশে রিভার্স রিসোর্সেসের টেকসই কার্যক্রমকে আরও গতিশীল করতে রিজভান হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
২০১২ সালে ইকোটেক্স ও ইপিলিয়ন গ্রুপে কাজের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন রিজভান হাসান। সেখানে তিনি পণ্যের উন্নয়ন, অর্ডার ব্যবস্থাপনা ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কাজ করতেন। পরবর্তীকালে তিনি নেক্সট সোর্সিং ও অরিজিনাল মেরিনসের মতো আন্তর্জাতিক রিটেইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন।
রিজভান হাসান প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে টেক্সটাইল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গার্মেন্ট বিজনেসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন— তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।
গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।
তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।
গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।