মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
Published: 20th, May 2025 GMT
আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে (অ্যাকটিভলি) বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে কাজ করছে। তবে কী হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ভারতের আমদানি বিধিনিষেধের বিষয়ে সরকারের কী অবস্থান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে। এখনই এ বিষয়ে কিছু বলব না।’ এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তি প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা
প্রথমবারের মতো বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এই নির্মাতা জানান, তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।
ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুত্রকে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন কাজল আরেফিন।
নির্মাতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমিও একজন বাবা। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, আমার ছেলে এবং তার মা সুস্থ আছেন। আমার ছেলের জন্য দোয়া করবেন।’
মাত্র এক ঘণ্টার ব্যবধানে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছে। প্রায় চার হাজার রিঅ্যাক্ট পড়েছে, তিন শর বেশি মন্তব্য এসেছে। নির্মাতা মোস্তাফিজুর রহমান, ইমেল হক, জাহিদ প্রীতমসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
এ বছর বিবাহবার্ষিকীতে স্ত্রী বেবিবাম্পের ছবি প্রকাশ করেন তিনি