চট্টগ্রামে ভারী যানবাহন চলাচল বন্ধের উদ্দেশ্যে উড়ালসড়কে দেওয়া প্রতিবন্ধকে ধাক্কা দেওয়ার পর দুমড়েমুচড়ে গেছে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়কের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উড়ালসড়কের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্পের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের (উত্তর) সহকারী কমিশনার মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম্পের একটি প্রতিবন্ধকে ধাক্কা দিয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার আহত হয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ