চট্টগ্রামে ভারী যানবাহন চলাচল বন্ধের উদ্দেশ্যে উড়ালসড়কে দেওয়া প্রতিবন্ধকে ধাক্কা দেওয়ার পর দুমড়েমুচড়ে গেছে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়কের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উড়ালসড়কের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্পের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের (উত্তর) সহকারী কমিশনার মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম্পের একটি প্রতিবন্ধকে ধাক্কা দিয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার আহত হয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাতকানিয়ায় হাতির আক্রমণে তরুণ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে হাতির একটি পাল পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে।

ইউপি সদস্য মো. আলী আরও বলেন, হাতির আক্রমণে সাদেক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই আজ শনিবার সকালে তাঁর লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ