ছবি: কবির হোসেন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পূজা ও আদরকে যেমন দেখা গেল ‘টগর’–এ

চলতি বছরের শুরুতে ‘টগর’ ছবির কাজ শুরু হয়। আগামী ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির আগে প্রকাশিত হলো ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

আজ প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রক্তমাখা শরীর, ছুরি হাতে আগুনে জ্বলন্ত থাকা শিল্পাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তাঁর ঠিক পেছনে পূজা চেরী, যাঁর চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। দুজনের ঠিক পেছনে আগুনের শিখা এবং কনটেইনার ইয়ার্ডের দৃশ্য ছবির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ছবির পরিচালক আলোক হাসান জানান, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকেরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সবকিছু একসঙ্গে খুঁজে পাবেন। ছবিটির পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।

ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‌‘এই ছবি এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা ছবি। দর্শকেরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরী বলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’

‘টগর’ ছবিতে আদর আজাদ ও পূজা ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আরও পড়ুনপূজা চেরি নিজেকে স্বাধীন শিল্পী বললেন, কেন২৮ জুলাই ২০২৪

সম্পর্কিত নিবন্ধ