মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রেণ আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নায়াণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।  

মঙ্গলবার (২০ মে) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত টীম বভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উপপরিচালক জনাব সৈদয় আহমেদ কবির এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ ও সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন।

এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা সমূহের উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা পর্যালোচনা করা। 

এ সময় চৈতি কম্পোজিট মিলস লি: এবং বসুন্ধরা পেপার মিলন লি: ইউনিট-০১ এর ইটিপি’র আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

পরিদর্শনের সময় কারখানা সমূহের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করা হয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্পউন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করতে কাজ করছি।

এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের, পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ ফরহাদ হোসেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ

এড. আব্দুল বারী ভূইয়াকে আদালত পাড়ায় লাঞ্চিত কারার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার (১৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ৭নং ওয়ার্ড এলাকায় ফতুল্লা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আদালত পাড়ায় এড. আব্দুল বারী ভূইয়া'কে লাঞ্চিত কারার প্রতিবাদে থানা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লা বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমরা রাজনীতি করতে চাই। সুষ্ঠু রাজনীতি করতে চাই। এটা আমরা কখনো চাই না, রাজনীতি নামে চাঁদাবাজি লুটপাট হোক।

আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করা। তারেক রহমানের কঠোর নির্দেশনা, কোন চাঁদাবাজ সন্ত্রাস দলে ঠাঁই হবে না। কিন্তু দেখা গেল বিএনপির নাম ভাঙিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিভিন্ন সময় চাঁদাবাজি লুটপাট নৈরাজ্যের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই দল তাকে বহিষ্কার করেছে। এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

যেহেতু অ্যাডভোকেট বারী ভূইয়া একজন আইনজীবী তার কাজ কোর্টে সে কোর্টে যাওয়াতে রিয়াদ অনুসারীরা তারপর যে হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

‎ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাসান মাহমুদ পলাশ, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দল আহবায়ক নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নাসির প্রধান, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, ফরিদ সিকদার, সাবেক ছাত্রনেতা সীমান্ত প্রধান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি এনামুল হক হাওলাদার প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে শিক্ষাবিদদের কর্মশালা
  • নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ভোটগ্রহণ সম্পন্ন
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
  • না.গঞ্জে স্ত্রীকে হত্যা, ২ সন্তান নিয়ে পালিয়েছে স্বামী
  • রাজস্ব ফাঁকি: নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কোম্পানি সিলগালা
  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  • তরুণকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের পর হামলা, দুই পুলিশ সদস্য আহত
  • রাজশাহীতে ‘ঘুষের জন্য ফাইল আটকে রাখা’ মাউশির উপপরিচালককে বদলি
  • সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান