মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনাগাঁয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর
Published: 20th, May 2025 GMT
মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রেণ আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নায়াণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ মে) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত টীম বভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উপপরিচালক জনাব সৈদয় আহমেদ কবির এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ ও সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন।
এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা সমূহের উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা পর্যালোচনা করা।
এ সময় চৈতি কম্পোজিট মিলস লি: এবং বসুন্ধরা পেপার মিলন লি: ইউনিট-০১ এর ইটিপি’র আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।
পরিদর্শনের সময় কারখানা সমূহের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করা হয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্পউন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করতে কাজ করছি।
এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের, পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ ফরহাদ হোসেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অসুস্থ ট্রাকচালক তোফাজ্জলের পাশে নারায়ণগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য অসুস্থ তোফাজ্জল আহম্মেদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে অসুস্থ তোফাজ্জলের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা।
সহায়তা প্রদান শেষে মাসুদ রানা বলেন, "শ্রমিক ইউনিয়ন সব সময় অসুস্থ, অসহায় এবং দুর্ঘটনায় আহত সদস্যদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের প্রত্যেক সদস্য যেন সংকটে একা না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য।"
তিনি আরও বলেন, শ্রমিকদেরকে নিয়ে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের যে কোনো দুর্দিনে পাশে থাকার জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে, যা থেকে নিয়মিত সহায়তা দেওয়া হবে।
এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় শ্রমিকেরা শ্রমিক ইউনিয়নকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।