কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার লেভারকুসেনের সদ্য বিদায়ী কোচ জাবি আলোনসো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই নিজের ভবিষ্যৎ দল নিয়ে পরিকল্পনা শুরু করেছেন আলোনসো। এর আগে দল গঠনের জন্য আলোনসোর দুজন খেলোয়াড়ের নাম জমা দেওয়ার কথা সামনে এসেছিল—মার্তিন জুবিমেন্দি ও ফ্লোরিয়ান ভির্টৎস।

এর মধ্যে জুবিমেন্দিকে দলে টানার ব্যাপারে আর্সেনাল নাকি অনেক দূর এগিয়ে গেছে। যে কারণে আলোনসোর পুরো মনোযোগ এখন ভির্টৎসের ওপর। যেকোনো মূল্যে তাঁকে দলে টেনে রিয়াল মিডফিল্ডের শক্তি বাড়াতে চান জাবি।

শেষ হতে যাওয়া মৌসুমে মিডফিল্ডে ব্যাপকভাবে ভুগেছে রিয়াল। টনি ক্রুস অবসর নিয়েছেন আগেই। লুকা মদরিচের পারফরম্যান্সেও বয়স এবং ছন্দহীনতা স্পষ্ট। ফলে নতুন মৌসুমে শক্তিশালী মিডফিল্ড গড়তে নতুন খেলোয়াড় কেনার বিকল্প নেই রিয়ালের। আর সে জন্য তরুণ, প্রাণবন্ত এবং লম্বা সময় থাকতে পারবেন, এমন কাউকেই চান জাবি। যেখানে তাঁর প্রথম পছন্দ ২২ বছর বয়সী ভির্টৎস।

আরও পড়ুনরিয়ালকে পছন্দের খেলোয়াড়ের নাম দিলেন সম্ভাব্য কোচ আলোনসো, কারা আছেন তালিকায়০২ মে ২০২৫

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মদরিচ হয়তো রিয়ালে আরও এক মৌসুম থাকবেন। আলোনসোও চান মদরিচ থাকুক। তবে সেপ্টেম্বরে ৪০ পেরোতে যাওয়া এই ক্রোয়াট তারকাকে পুরো মৌসুম এবং পুরো ৯০ মিনিট খেলানোর বাস্তবতা নেই।

বায়ার লেভারকুসেন ছেড়ে রিয়াল মাদ্রিদে আসছেন জাবি আলোনসো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মদর চ

এছাড়াও পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ

দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।

আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫

গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ