৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২১ মে) কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্থগিত থাকা ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত হবে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পূর্বনির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে [www.

bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

ঢাকা/হাসান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব স এস র পর ক ষ আগস ট

এছাড়াও পড়ুন:

পিকআপের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিল্পী আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের মেয়ে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার আব্দুল কাদিরের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ডেকো গার্মেন্টস কারখানায় সুইং সেকশনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন জানান, সকালে শিল্পী আক্তার পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এলেও চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।

ডেকো গার্মেন্টসের মানবসম্পদ কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘‘শিল্পী আক্তার আমাদের কারখানার সুইং সেকশনের একজন পরিশ্রমী কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ