ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিএনপির মহাসচিব ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছে, তাঁর মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের আসন্ন ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত ছাত্রসংগঠন।

সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের পেজে একটি ফটো কার্ড পোস্ট করা হয়। সেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না; মির্জা ফখরুল ইসলামের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষিত না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা স্ট্যাটাস হিসেবে পোস্ট করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ন ত

এছাড়াও পড়ুন:

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ