ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না: গণতান্ত্রিক ছাত্র সংসদ
Published: 21st, May 2025 GMT
ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিএনপির মহাসচিব ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছে, তাঁর মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের আসন্ন ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।
আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত ছাত্রসংগঠন।
সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের পেজে একটি ফটো কার্ড পোস্ট করা হয়। সেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না; মির্জা ফখরুল ইসলামের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষিত না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা স্ট্যাটাস হিসেবে পোস্ট করেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ন ত
এছাড়াও পড়ুন:
সন্দ্বীপে অন্যায়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে হত্যা
চট্টগ্রামের সন্দ্বীপে মাদক, দখলবাজি ও জনদুর্ভোগের প্রতিবাদ করায় দশম শ্রেণির ছাত্র রিফাতকে (১৭) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামসেদুর রহমানের ছেলে। বাবা জামসেদুর সন্দ্বীপ উপজেলা শ্রমিকদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও মগধরা ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।
সাংবাদিকদের দেওয়া এক লিখিত বিবৃতিতে জামসেদর রহমান অভিযোগ করেন, ‘অন্যায়ের প্রতিবাদ করায় সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী রাজুর নেতৃত্বে আমার ছেলে দশম শ্রেণির ছাত্র রিফাতের ওপর সন্ত্রাসী হামলা হয়। তারা ৪ ঘণ্টা ছেলেকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাজু বাহিনীর হামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রিফাত মৃত্যুবরণ করে।’
তিনি আরও বলেন, ‘সারিকাইত ইউনিয়ন থেকে বহিরাগতরা মগধরা ইউনিয়নে অবৈধ ব্যবসা করতো। আমার ছেলে মাদক, অবৈধ মাটি কাটা, দখলবাজি ও জনদুর্ভোগের প্রতিবাদ করতো। এসব নিয়ে বাগবিতণ্ডা হয়েছে। এ বিষয়ে আমি ১৮ মে ইউএনও’র কাছে একটি অভিযোগ দেওয়ার পরদিন ১৯ মে রাজু বাহিনী আমার ছেলেকে হত্যা করে।,
স্থানীয়রা জানান, ১৯ মে সন্ধ্যা ৮টায় জামসেদুর রহমানের ছেলে রিফাতের সঙ্গে সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়। পরে রিফাতের ওপর হামলা হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে আহত রিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।