ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না: গণতান্ত্রিক ছাত্র সংসদ
Published: 21st, May 2025 GMT
ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিএনপির মহাসচিব ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছে, তাঁর মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের আসন্ন ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।
আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত ছাত্রসংগঠন।
সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র সংসদের পেজে একটি ফটো কার্ড পোস্ট করা হয়। সেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না; মির্জা ফখরুল ইসলামের বন্ধু ও বিএনপি মনোনীত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত হচ্ছেন, তাঁদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষিত না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই লেখা স্ট্যাটাস হিসেবে পোস্ট করেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ন ত
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে