ফের আসিফ মাহমুদ-মাজফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক
Published: 21st, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সব দায়িত্ব থেকে ফের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এর আগে, ফেসবুকে দেওয়া এক পোস্টে দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দুই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। শত্রুতা বা বৈরিতা নেই। আমি ওনাদের জন্য সব সময় শুভ কামনা করি। তারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের সদস্য হয়ে রাজনীতি করুক। কিন্তু, সরকারের ওপর হস্তক্ষেপ আর চলবে না। এটা আমরা হতে দেব না। আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই।’’
আরো পড়ুন:
বিএনপি নেতার অডিও ভাইরাল
‘১৭ বছর খাইনি, এখন খাব’
সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল
বিস্তারিত আসছে.
ঢাকা/রায়হান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ পদত য গ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর আলী নোয়াখালীর কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাস চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ
আহতরা হলেন- হাসান (২৬), শাহজালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), সায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০),আবু সাইদ (৫৫), লিমন (২৪) ও হালিমা (৫২)। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি মালবাহী ট্রাক আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাম দিকে চাপার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আজগর আলী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘‘বর্তমানে নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রতন/রাজীব