ফের আসিফ মাহমুদ-মাজফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক
Published: 21st, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সব দায়িত্ব থেকে ফের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এর আগে, ফেসবুকে দেওয়া এক পোস্টে দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দুই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। শত্রুতা বা বৈরিতা নেই। আমি ওনাদের জন্য সব সময় শুভ কামনা করি। তারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের সদস্য হয়ে রাজনীতি করুক। কিন্তু, সরকারের ওপর হস্তক্ষেপ আর চলবে না। এটা আমরা হতে দেব না। আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই।’’
আরো পড়ুন:
বিএনপি নেতার অডিও ভাইরাল
‘১৭ বছর খাইনি, এখন খাব’
সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল
বিস্তারিত আসছে.
ঢাকা/রায়হান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ পদত য গ
এছাড়াও পড়ুন:
ঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে বিথি খাতুন নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে।
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল ঝড় ও ভারি বৃষ্টি। এ সময় বিথি বাড়ির সীমানা প্রাচীরের পাশে থাকা একটি ট্যাপ কলে হাত-পা ধুচ্ছিল বিথি। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং অতিবৃষ্টির চাপে পুরনো প্রাচীরটি ধসে পড়ে বিথির ওপর। ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়ে সে। বিষয়টি দেখতে পেয়ে বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে।
বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।