রাজধানীতে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাই
Published: 22nd, May 2025 GMT
রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একদল ছিনতাইকারী মো. কবির হোসেনকে (৪৩) হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। কবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
কবির হোসেনের স্ত্রী মিনু বেগম বলেন, ‘‘আমার স্বামী সন্ধ্যার পর গাড়ি (অটোরিকশা) নিয়ে বের হয়। সারারাত গাড়ি চালিয়ে যা আয় হয় তাই দিয়ে আমাদের সংসার চলে।’’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার স্বামীকে এমনভাবে নির্যাতন করছে যা বলার মতো না। ছিনতাইকারীরা হাতুড় দিয়ে পিটিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তারপর তারা অটোরিকশাসহ নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’’
কবির হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘ঢাকা কলেজের সামনে থেকে ছিনতাইকারীর হাতে আহত অটোরিকশা চালকের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’’
ঢাকা/বুলবুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
গাজীপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত সটকে পড়েন তারা। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।
গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি হয় ৷ মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরো পড়ুন:
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
ফেনীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব