রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একদল ছিনতাইকারী মো. কবির হোসেনকে (৪৩) হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। কবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

কবির হোসেনের স্ত্রী মিনু বেগম বলেন, ‘‘আমার স্বামী সন্ধ্যার পর গাড়ি (অটোরিকশা) নিয়ে বের হয়। সারারাত গাড়ি চালিয়ে যা আয় হয় তাই দিয়ে আমাদের সংসার চলে।’’

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার স্বামীকে এমনভাবে নির্যাতন করছে যা বলার মতো না। ছিনতাইকারীরা হাতুড় দিয়ে পিটিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তারপর তারা অটোরিকশাসহ নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’’

কবির হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘ঢাকা কলেজের সামনে থেকে ছিনতাইকারীর হাতে আহত অটোরিকশা চালকের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’’

ঢাকা/বুলবুল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ