রাজধানীতে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাই
Published: 22nd, May 2025 GMT
রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একদল ছিনতাইকারী মো. কবির হোসেনকে (৪৩) হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। কবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
কবির হোসেনের স্ত্রী মিনু বেগম বলেন, ‘‘আমার স্বামী সন্ধ্যার পর গাড়ি (অটোরিকশা) নিয়ে বের হয়। সারারাত গাড়ি চালিয়ে যা আয় হয় তাই দিয়ে আমাদের সংসার চলে।’’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমার স্বামীকে এমনভাবে নির্যাতন করছে যা বলার মতো না। ছিনতাইকারীরা হাতুড় দিয়ে পিটিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তারপর তারা অটোরিকশাসহ নগদ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’’
কবির হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘ঢাকা কলেজের সামনে থেকে ছিনতাইকারীর হাতে আহত অটোরিকশা চালকের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’’
ঢাকা/বুলবুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর
গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক প্রস্তুত ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতিবছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে। এ জন্য তৈরি করা হচ্ছিল বিভিন্ন প্রতিমা। প্রতিমাগুলো তখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, রংও করা হয়নি। গতকাল দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগর ও মন্দিরসংলগ্ন লোকজন কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় মন্দিরে এসে তাঁরা দেখতে পান, পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরু হয়নি বলে এখনো পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে, তা তারা জানে না। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, ‘গতকাল পূজা মন্ডপের কাজ শেষে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিকেল বেলা কে বা কারা পূজামন্ডপে ঢুকে ৫-৬ টি প্রতিমা ভাঙচুর করেছে; অন্যগুলো ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্নের মধ্যে আছি।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা ধারণা করছি, চুরি করতে এসে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিমাগুলোর কাজ এখনো শেষ হয়নি। সেগুলো মেরামতের কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’