মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে
Published: 22nd, May 2025 GMT
চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার দুই সাবেক নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া দুই দুই ছাত্র প্রতিনিধি হলেন, শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রাজু (২১) এবং মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন সদস্যসচিব ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে বুধবার সকালে গ্রেপ্তার করেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ন কগঞ জ জ র কর র কর ন
এছাড়াও পড়ুন:
খুলনায় নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে নিলু বেগম (৫৬) নামের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ফেরদৌসী বেগম পলি’র পরিত্যক্ত একতলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতের আধারে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিলু বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া এলাকায় তিনি চড়া দরে সুদের ব্যবসা করতেন। দুর্বৃত্তরা ঘরের পেছনের জরাজীর্ণ বাথরুমের ওয়ালের ইট খুলে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
ওই এলাকার এক ব্যক্তি তাকে দুপুরের খাবার দেওয়ার জন্য ডাকতে যায়। কিন্তু সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।