ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন
Published: 22nd, May 2025 GMT
ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেনীর পেশাজিবী মানুষ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ফতুল্লা বন্ধু মহল, ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফতুল্লা সমবায় মার্কেট, নৌ শ্রমিক, লালপুর ও আল আমিন বাগ পঞ্চায়েত কমিটি এবং সর্বস্তরের এলাকাবাসী।
বক্তারা বলেন, “৫ আগস্টের ঘটনার পর রিয়াদ ভাই আমাদের পরিবারের মতো আগলে রেখেছেন। তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
১৮ দিনের মাথায় কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (২২ মে) উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।
অধ্যাপক হযরত আলী গত ১ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান। ৩ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়। বৃহস্পতিবার সকালেও কুয়েটের উপাচার্যের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো. হযরত আলীর পদত্যাগ, যোগ্য উপাচার্য নিয়োগ ও দ্রুত কুয়েটের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরাও মানববন্ধনে যোগ দেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দুর্বার বাংলা’র পাদদেশে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম কাদের।
এর আগে গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা/নূরুজ্জামান/রফিক