মানিকগঞ্জে চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে, দুজনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর পোস্ট করে সম্মানহানি এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় মানিকগঞ্জ পৌরসভার দাশড়া গ্রামের আনিছুর রহমান সাব্বির নামের এক ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

কাপাসিয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনস্পেক্টর মো.

আবুল খায়ের মিয়া বলেন, ‘‘চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় রাজু ও মেহরাব নামের দুই জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’’

ঢাকা/চন্দন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা

এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।

জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।

ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

সম্পর্কিত নিবন্ধ