আইএসইউ ক্যাম্পাসে ক্রিকেটারদের সংবর্ধনা
Published: 22nd, May 2025 GMT
বেসরকারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে গত সোমবার অনুষ্ঠিত হলো আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠান। আইএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমান।
মো. আতিকুর রহমান আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটারদের অবশ্যই খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে। কারণ, পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে অলরাউন্ডার হতে হবে। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
আব্দুল আউয়াল খান বলেন, ‘আইএসইউ শিক্ষার্থীরা পড়াশোনা, সামাজিক কার্যক্রমে যেমন ভালো, পাশাপাশি খেলাধুলায়ও ভালো, সেটা প্রমাণিত। আমাদের পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সর্বোচ্চ পর্যায়ে থাকতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’ আইএসইউর এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিকেট টিমের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১৫তম আসরের টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এ প্রথমবারের মতো অংশগ্রহণ করে রানার্সআপ হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। গ্রুপ পর্বের ম্যাচে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে আইএসইউ। সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আইএসইউ ক্রিকেট টিম। ফাইনালে ইউল্যাব ছিল প্রতিপক্ষ। টুর্নামেন্টে তিন তিনবার ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন আইএসইউর মোহাম্মদ রমজান।
আরও পড়ুনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাদ১ ঘণ্টা আগেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইএসইউ ক র ক ট ট ম ইউন ভ র স ট ন আইএসইউ ফ ইন ল অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট