লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
Published: 23rd, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের চোখের সামনে মৃত ব্যক্তির ওপর আঘাতের এই দৃশ্য এলাকাজুড়ে সৃষ্টি করেছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। স্থানীয়দের দাবি, এমন জঘন্য ও ঘৃণিত কাজ আগে কখনো দেখেননি তারা।
ডাকাতের হামলায় আহতরা হলেন- গাড়ির চালক মো.
ভুক্তভোগীদের স্বজনদের ভাষ্যমতে, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী নামে এক ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান তিনি। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরার পথে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আসলে সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে গাড়ি আটক করেন। এরপর গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে ৯টি মুঠোফোন ও নগদ অর্ধলাখ টাকা হাতিয়ে নেয় ডাকাত দল।
ডাকাতদের চাহিদা অনুযায়ী অর্থ ও মালামাল না পাওয়ায় মরদেহের ওপরও হামলা করা হয় বলে দাবি করেন নিহতের ছেলে মো. আলমগীর মিয়া।
আলমগীর মিয়া বলেন, টাকা পয়সা নিছে সেটা এতোটা কষ্টদায়ক না। কিন্তু আমার বাবা একটি মৃত লাশ। তার ওপর হামলা কোনোভাবেই মেনে নিতে পারছি না। বাবার লাশ দাফন করে আইনগত পদক্ষেপের দিকে অগ্রসর হব।
স্থানীয় বাসিন্দা মো. মুসলে উদ্দিন বলেন, ভোর সকাল এবং সন্ধ্যায় এই রাস্তাটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়। এই সড়কে কিছুদিন পরপর ডাকাতি হয়। রাতের চেয়ে বেশি দিনে হয়।
আজহারুল ইসলাম দুর্জয় বলেন, ঢাকা থেকে নিরাপদে বাড়িতে ফিরতে পারলেও এই সড়কটিতে আসার পর আতঙ্কে সময় কাটে।
স্থানীয় আইনজীবী মো. রেজাউল হক আমজাদ বলেন, এটি কেবল ডাকাতি নয়, লাশবাহী গাড়িতে হামলা। যেখানে মর্যাদার শেষ চিহ্নটুকুও রক্ষা পায়নি। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া একটি পরিবারের ওপর এমন ডাকাতির হামলা খুবই ন্যক্কারজনক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ এলাকাটি ঝুঁকিপূর্ণ। এর আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি খুবই পীড়াদায়ক।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় র ওপর
এছাড়াও পড়ুন:
কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেএ চেয়ারম্যানের
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, বর্তমানে কাঁচাপাট রপ্তানী বন্ধ থাকায় কাঁচাপাট ব্যবসায়ী রপ্তানীকারকরা সঙ্কটে রয়েছেন।
অনেক কাঁচাপাট ব্যবসায়ি ঋনে জর্জরিত হয়ে পড়েছেন। ২ মাসে আমরা এক বেলও কাঁচাপাট রপ্তানী করতে পারি নাই। শ্রমিকদেরকে বসিয়ে বসিয়ে মজুরী দিতে হচ্ছে।
রপ্তানী বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা শীঘ্রই উপদেষ্টা মহোদয় ও মন্ত্রণালয়ের উর্ধতনদের সঙ্গে কথা বলবো। আগামী ১০ দিনের মধ্যে রপ্তানী বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
রোববার দুপুরে সংগঠনটির নারায়ণগঞ্জ কার্যালয়ে বিজেএ’র ৫৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এরআগে নতুন কার্যনির্বাহী কমিটিকে অভ্যর্থনা ও দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ আকন্দ।
এসময় দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস.এম. সাইফুল ইসলাম পিয়াস, ভাইস চেয়ারম্যান মোঃ তারেক আফজাল, কমিটির কার্যকরী সদস্য মোঃ ফাহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস,এম মনিরুম্জ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মোঃ কুতুবউদ্দিন, শেখ ঈমাম হোসেন, এস.এম হাফিজুর রহমান, জনাব বদরুল আলম (মার্কিন), এইচ এম প্রিন্স মাহমুদ, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, মোঃ নূর ইসলাম, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস ও এস.এম সাইফুল ইসলাম।
সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারকরা উপস্থিতিতে বিগত অর্থ বছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়াও বিজেএ’র পূর্বতন কার্যনির্বাহী কমিটির ২ বছরের কার্যক্রম উপস্থাপন, অডিনারী ও এসোসিয়েট গ্রুপের নতুন সদস্যপদ উপস্থাপনসহ অর্থ বছরের সমাপ্ত হিসাব নিরীক্ষা করার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।