খুলনায় হাত-পা বাঁধা ও মাথা পলিথিনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
Published: 23rd, May 2025 GMT
খুলনায় হাত ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে নগরের লবণচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর। তাঁর পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও সবুজ রঙের টি–শার্ট ছিল। স্থানীয় লোকজন কেউ তাঁকে চিনতে পারেননি। এ কারণে পুলিশ ধারণা করছে, অন্য কোনো স্থানে হত্যা করে ওই ব্যক্তিকে সেখানে ফেলে রাখা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের বিশেষ দল কাজ করছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, লবণচরা থানার শিপইয়ার্ড মেইন গেটের সামনের এক বাড়ির মালিক কুকুরের ডাক–চিৎকার শুনে বাইরে এসে দেখেন হাত-পা বাঁধা এবং মাথা ও মুখমণ্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানায় জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাত ও পা বেঁধে তাঁকে প্রথমে জখম করা হয়। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধে হত্যা করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বক র
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।