শরীরে ৯৬টি চামচ আটকে গিনেস রেকর্ডে ইরানি আবুলফজল
Published: 23rd, May 2025 GMT
কিছু মানুষ বিরল প্রতিভা নিয়ে জন্মায়। এই প্রতিভাকে কাজে লাগিয়ে কেউ কেউ অর্জন করেন আন্তর্জাতিক স্বীকৃতি, গড়ে তোলেন বিশ্বরেকর্ড। এবার ইরানের এক ব্যক্তি নিজের শরীরে ৯৬টি চামচ আটকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- এ নাম লিখিয়েছেন।
এর আগেও একাধিক বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু এবার পেছনের সব রেকর্ড ভেঙে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইরানের অধিবাসী ইরানের আবুলফজল সাবের মোখতারি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইরানের আবুলফজল সাবের মোখতারি দাঁড়িয়ে আছেন। এক নারী স্টিলের টেবিল চামচ হাতে নিয়ে একেরপর পর মোখতারির শরীরে লাগিয়ে দিচ্ছেন। প্রথমে গলার চারপাশে তারপর হাতে এবং পেটেও চামচগুলো লাগিয়ে দেওয়া হলো। একে একে ৯৬টি চামচ লাগানো হয়ে গেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষে উপস্থিত কর্মকর্তাদের সামনে দুই হাত তুলে আনন্দ প্রকাশ করেন তিনি।
আরো পড়ুন:
সকালে কেন কোমর ব্যথা বাড়ে? করণীয় জেনে নিন
শিশুকে ‘ইমোশনালি হেলদি’ করার জন্য বাবা-মায়ের করণীয়
আবুলফজল দাবি, ‘‘যেকোনো ধাতব বা বস্তু শরীরের সঙ্গে আঠাবিহীনভাবে আটকে রাখতে পারি।’’
এর আগে এই প্রতিভা কাজে লাগিয়ে ২০২১ সালে প্রথমবার তিনি ৮৫টি চামচ শরীরে আটকে গিনেজ রেকর্ড করেছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ৯৬টি চামচ একবারে শরীরে আটকে আগের রেকর্ড ছাড়িয়ে যান।
আবুলফজলের বয়স এখন ৫৪ বছর। তিনি জানান, শৈশবে হঠাৎ করেই নিজের এই অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেন। এরপর দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তিনি এই ক্ষমতাকে আরও শানিত করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শরীরে একবারে ৯৬টি চামচ আটকে রেকর্ড
অদ্ভুত এক ক্ষমতার অধিকারী ইরানের আবুলফজল সাবের মোখতারি। যেকোনো বস্তু নিজের শরীরে চামড়ার ওপর আটকে রাখতে পারার দাবি করেন তিনি। এ জন্য তাঁর কোনো আঠার প্রয়োজন পড়ে না।
আবুলফজলের এই দাবি যে একেবারেই ভুয়া নয়, সে প্রমাণ তিনি দিয়েছেন। তাও একবার নয়, তিন–তিনবার। নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজের অদ্ভুত এই প্রতিভায় আরও শান দিয়েছেন, আর নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন।
এবার ৯৬টি চামচ একবারে শরীরের সঙ্গে আটকে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আবুলফজল সাবের মোখতারি। এ রেকর্ড গড়তে গিয়ে তিনি অবশ্য নিজের রেকর্ডই ভেঙেছেন। প্রথমবার ২০২১ সালে নিজের শরীরে ৮৫টি চামচ আটকে তিনি এই রেকর্ড গড়েছিলেন। তার আগের রেকর্ডটি ছিল ৬৪টি চামচের।
২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার প্রথম উদ্যোগ নেন এই ইরানি। সেবার তিনি একবারে ৮৮টি চামচ শরীরে আটকাতে পেরেছিলেন। এ বছর জানুয়ারিতে দ্বিতীয়বার তিনি নিজের রেকর্ড ভাঙেন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
আবুলফজলের বয়স ৫৪ বছর। তিনি আগের রেকর্ড গড়ার সময় গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন, শৈশবে হঠাৎ করেই তিনি নিজের এই প্রতিভার বিষয়টি আবিষ্কার করেন।
আবুলফজল সাবের মোখতারি বলেন, ‘কয়েক বছর ধরে অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে আমি এই প্রতিভাকে আরও শাণিত করতে পেরেছি। আজ যেটুকু অর্জন করেছি, তা সম্ভব হয়েছে সেই চেষ্টার ফলেই।’
আবুলফজলের বিশ্বাস, তিনি নিজের শরীর থেকে শক্তি কোনো বস্তুর ভেতরে সঞ্চার করতে পারেন এবং শরীরের সঙ্গে বস্তুটি আটকে রাখতে পারেন। এভাবেই তাঁর ব্যতিক্রমী এই প্রতিভা কাজ করে।