কিছু মানুষ বিরল প্রতিভা নিয়ে জন্মায়। এই প্রতিভাকে কাজে লাগিয়ে কেউ কেউ অর্জন করেন আন্তর্জাতিক স্বীকৃতি, গড়ে তোলেন বিশ্বরেকর্ড। এবার ইরানের এক ব্যক্তি নিজের শরীরে ৯৬টি চামচ আটকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- এ নাম লিখিয়েছেন। 

এর আগেও একাধিক বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু এবার পেছনের সব রেকর্ড ভেঙে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইরানের অধিবাসী ইরানের আবুলফজল সাবের মোখতারি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইরানের আবুলফজল সাবের মোখতারি দাঁড়িয়ে আছেন। এক নারী স্টিলের টেবিল চামচ হাতে নিয়ে একেরপর পর মোখতারির শরীরে লাগিয়ে দিচ্ছেন। প্রথমে গলার চারপাশে তারপর হাতে এবং পেটেও চামচগুলো লাগিয়ে দেওয়া হলো। একে একে ৯৬টি চামচ লাগানো হয়ে গেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষে উপস্থিত কর্মকর্তাদের সামনে দুই হাত তুলে আনন্দ প্রকাশ করেন তিনি। 

আরো পড়ুন:

সকালে কেন কোমর ব্যথা বাড়ে? করণীয় জেনে নিন

শিশুকে ‘ইমোশনালি হেলদি’ করার জন্য বাবা-মায়ের করণীয়

আবুলফজল দাবি,  ‘‘যেকোনো ধাতব বা বস্তু শরীরের সঙ্গে আঠাবিহীনভাবে আটকে রাখতে পারি।’’ 
এর আগে এই প্রতিভা কাজে লাগিয়ে ২০২১ সালে প্রথমবার তিনি ৮৫টি চামচ শরীরে আটকে গিনেজ রেকর্ড করেছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ৯৬টি চামচ একবারে শরীরে আটকে আগের রেকর্ড ছাড়িয়ে যান।

আবুলফজলের বয়স এখন ৫৪ বছর। তিনি জানান, শৈশবে হঠাৎ করেই নিজের এই অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেন। এরপর দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তিনি এই ক্ষমতাকে আরও শানিত করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ