চেলসির এনজোতে চোখ রিয়ালের, সামনে নানা অঙ্ক
Published: 23rd, May 2025 GMT
লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্লাব বিশ্বকাপ শেষে বার্নাব্যু ছাড়বেন তিনি। তার জায়গা পূরণে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে কেনার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা।
সংবাদ মাধ্যম কাদেনাসের দাবি করেছে, এনজোর সঙ্গে বায়ার লেভারকুসেনের এক্সেকুয়েল প্যালাসিওসের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে লস ব্লাঙ্কোস বোর্ড।
এনজোর রিয়াল মাদ্রিদে আসা কিংবা চেলসিতে থেকে যাওয়া অনেক কিছুর ওপর নির্ভর করছে। চেলসি তাকে ছাড়তে চায় না। দলটির কোচ এনজো মারেস্কা বলেছেন, এনজো চেলসির মূল খেলোয়াড়, অন্যতম অধিনায়ক। তাকে দল ছাড়বে না।
তবে চেলসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করতে না পারলে এনজো নিজেই ব্লুজ শিবির ছাড়তে মরিয়া হয়ে উঠতে পারে। আবার চেলসি ইউরোপ সেরার লড়াইয়ে টিকে গেলে রদ্রিগো গোয়েস ও এনজোর মধ্যে অদলবদলের চুক্তি হতে পারে। কারণ রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডে নজর আছে চেলসির।
কাতার বিশ্বকাপের পর বেনফিকা থেকে এনজো ফার্নান্দোকে ১২০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল চেলসি। তার রিলিজ ক্লজও ওটাই। শেষ পর্যন্ত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো রিয়ালে আসতে সম্মত হলে অন্তত ১০০ মিলিয়ন ইউরো খরচ করে তবেই কিনতে হবে তাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনজ ফ র ন ন দ জ ফ টবল দলবদল চ লস র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন