আনচেলত্তিকে বিদায় জানিয়ে যে বার্তা রিয়ালের
Published: 23rd, May 2025 GMT
যা আগে থেকেই জানা ছিল, সেটিই এবার আনুষ্ঠানিক রূপ পেল। দীর্ঘ ছয় মৌসুমের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আগামীকাল শনিবার লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন তিনি শেষবারের মতো। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে।
এতদিন আনচেলত্তির বিদায়ের বিষয়টি নিশ্চিত হলেও ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। অবশেষে শুক্রবার রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের কিংবদন্তি কোচকে বিদায়ী বার্তা দিয়েছেন। ক্লাব মিডিয়াকে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি চিরকাল রিয়াল মাদ্রিদ পরিবারের অংশ হয়ে থাকবেন। আমরা গর্বিত যে, এমন একজন মহৎ কোচ আমাদের সঙ্গে ছিলেন, যিনি কেবল সাফল্যই আনেননি, বরং ক্লাবের আদর্শ ও মূল্যবোধও চমৎকারভাবে তুলে ধরেছেন।’
আনচেলত্তিকে শ্রদ্ধা জানাতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে বিশেষ একটি বিদায়ী আয়োজনও করবে রিয়াল। বিদায়ী এই ম্যাচে থাকবে সংবর্ধনা ও আবেগঘন মুহূর্ত। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ দুই দফায় ছয় মৌসুমে রিয়ালকে এনে দিয়েছেন ১৫টি শিরোপা। এর মধ্যে ৩টি করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। আর ২টি করে জিতেছেন লা লিগা শিরোপা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
রিয়ালের আনচেলত্তি অধ্যায়ের পর দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক কিংবদন্তি জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এই মৌসুমে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা এনে দিয়েছেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পাল্টাপাল্টি হামলা
কুমিল্লা নগরীর একটি মাদক নিরাময় কেন্দ্রে কাজী সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর ডুলিপাড়া নগরীর নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনায় এলাকার লোকজন ও সোহেলের পরিবার প্রতিবাদ জানালে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
সোহেলের বড় বোন মাসুদা বেগম সমকালকে জানান, আমার ভাইকে ৩ মাস ১২ দিন আগে নগরীর ডুলীপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে আমার ভাইকে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার খাইয়ে আমরা বাড়ি চলে যায়। বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে আসলে এখানের শত শত লোকজনের উপস্থিতিতে দেখি। আমার ভাইকে নিরাময় কেন্দ্রের লোকজন মেরে ফেলেছে বলে প্রতিবাদ করলে নিরাময় কেন্দ্রের লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে ওই মাদক নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মচারী বলেন, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত পৌনে দশটার দিকে সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।