ঈদুল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের খামারিরা গরু হৃষ্টপুষ্ট ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানিযোগ্য গরু।  

দেশি জাতের গরুর পাশাপাশি সিন্ধি, শাহিওয়াল, ব্রাম্মা, বুট্টিসহ নানা জাতের বিদেশি গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। 

জেলার পাঁচটি উপজেলার ছোট-বড় মিলিয়ে সাড়ে চার হাজার খামার গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত। ইতিমধ্যে অনেক খামারে পশু বেচাকেনা শুরু হয়ে গেছে। 

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে ৯৯ হাজার ২৫২ টি। এদিকে, এই মুহূর্তে জেলায় কোরবানির জন্য ৮৬ হাজার ৪২৬টি গরু প্রস্তুত রয়েছে।

এ পশু গুলোর মধ্যে রয়েছে ষাড় ৪৮ হাজার ২৭৩টি, বলদ ৬ হাজার ৪৬৫ টি, মহিষ ৯১০টি, ছাগল ১০ হাজার ৪৪০ টি, ভেড়া ৩৩৮৪ টি, অন্যান্য পশু ১৬১টি। 

চাহিদার তুলনায় ১২ হাজার ৮২৬ টি পশুর ঘাটতি আছে। তবে আগামী কয়েকদিনে ঘাটতির পরিমাণ কমে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রাণীসম্পদ বিভাগ। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে ১০টি গরু মোটা-তাজা করেছেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের খামারি হানিফ মিয়া।

তিনি বলেন, “রাসায়নিক ঔষধ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটাতাজা করেছি। ভারত অথবা অন্য দেশ থেকে পশু না আসলে কোরবানির হাটে হয়তো ভালো দাম পাবো। প্রতিদিন মানুষ গরু দেখতে আসতাছে।”

সিদ্ধিরগঞ্জের খামারী আব্দুস সামাদ বলেন, আমার খামারে সংকর জাতীয় গরু গুলো দেখতেও সুন্দর,  এগুলোর দামও বেশি আড়াই লাখ টাকা থেকে বারো লাখ টাকা মূল্যের গরু রয়েছে আমার ফার্মে। এসব গুলো দেখতে ক্রেতার পাশাপাশি সাধারণ মানুষও ভীড় করছেন প্রতিদিন। 

প্রাণীসম্পদ বিভাগ জানায়, খামারে মোটাতাজা গরুর কদর থাকলেও ছোট গরুর চাহিদাই সবচেয়ে বেশি। লক্ষ্যপূরণ করা গেলে নারায়ণগঞ্জে এ বছর সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

জেলা  প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.

মান্নান মিয়া  বলেন, সারা বছর গরু ও অন্যান্য পশু কিভাবে পালন করা হবে,  এ নিয়ে খামারিদের বিশেষ  প্রশিক্ষণ দেওয়া হয়।

গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক নিয়মে গরু মোটাতাজা করছে এ জেলার খামারিরা। খামারিরা খড়, গম ও ডালের ভূষি, ঘাস, খৈইল, কুড়া খাইয়ে পশু পালন করেছে ।  

পাম ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামেথাসন পশু ও মানুষের জন্য কতটা ক্ষতির সম্পর্কে এ বিষয়ে তাদের জানানো হয়েছে যেন তারা এসব ব্যবহার না করেন বিষাক্ত এসব রাসায়নিকের হাই ডোজ প্রয়োগ করে অল্পদিনে ফুলিয়ে-ফাঁপিয়ে তাজা করা এসব গরুর মাংস খেলে লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্তসহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। কেউ ব্যবহার করলে আইন অনুযায়ী দন্ডিত করা হবে বলেও জানান এই কর্মকর্তা। 

তিনি আরও  বলেন, জেলায় চাহিদার তুলনায় ঘাটতি পশুর সংখ্যা কিন্তু আগামী কয়েকদিনে আরো কমতে পারে বলে আমরা ধারণা করছি। কিন্তু ঢাকার কাছাকাছি জেলা হওয়ায় অধিক লাভের আশায় সিরাজগঞ্জ পাবনা ও উত্তরাঞ্চল থেকে প্রতি বছরের ন্যায় গরু আসায় এই জেলায় পশুর ঘাটতি থাকে না। 

এছাড়া বাজার স্থিতিশীল থাকলে আশাকরি খামারিরা লাভবান হবেন। চামড়ার মূল্য সঠিক পাওয়া গেলে খামারিরা আরো বেশি লাভবান হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গর র হ ট ক রব ন ন র য়ণগঞ জ প রস ত ত ব যবহ র র জন য ক রব ন

এছাড়াও পড়ুন:

বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) ফতুল্লার ভুইঘরে হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্পন্ন হয়।

কিশোরীদের ক্রীড়ায় অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করার লক্ষ্যে গত সোমবার (১৯ মে)  এ প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কিশোরীরা কাবাডির প্রাথমিক কৌশল, শারীরিক প্রস্তুতি এবং দলগত চেতনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ। তাঁরা বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জের খামারিরা প্রাকৃতিক উপায়ে গরু প্রস্তুতে ব্যস্ত
  • প্রাকৃতিক উপায়ে গরু প্রস্তুতে ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা
  • মানুষ চায় ইসলামী দল এদেশের ক্ষমতায় বসুক : মুফতি  মাসুম বিল্লাহ 
  • পেশী শক্তি, কালো টাকা ও সন্ত্রাস মুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
  • সংব‌র্ধিত হ‌লেন সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার কোচ উজ্জল‌
  • মাঠের অভাবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই : সুমন
  • একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল নারায়ণগঞ্জ : রেজাউল করিম পল
  • তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতিসভা 
  • বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন