সাগরে সেদিন উৎসব হচ্ছে। সেটি হচ্ছে সাগররাজের ছোটমেয়ের জন্মদিন হিসেবে। সাগররাজের ছোটমেয়ের নাম শিলা। শিলার জন্মদিন আজ কিন্তু শিলার মন ভালো নেই। কারণ তার মা তাকে সাগরের ওপরে যেতে দেয় না। তার বোনরা সবাই সাগরের ওপরে যেতে পারে কিন্তু শিলা পারে না। শিলার মা বলে, ১৫ বছর হলে সে ওপরে যেতে পারবে। কয়েক বছর পর শিলার বয়স ১৫ হলো। সে সেদিন মহাখুশি। সাগরের ওপরে এসে অবাক হয়ে গেলো। তখন ছিল সন্ধ্যাবেলা– পাখিরা বাড়ি ফিরছিল, গাছগুলো আস্তে আস্তে মৃদু হাওয়ায় দুলছিল। সাগরও শান্ত। শিলা সাগরের ভেতরে চলে গেলো। তার মা, বাবা ও বোনদের সব বলতে হবে তো।
বয়স : ৩+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত