Samakal:
2025-11-03@13:25:52 GMT

জন্মদিন ও ছোট জলপরি

Published: 23rd, May 2025 GMT

জন্মদিন ও ছোট জলপরি

সাগরে সেদিন উৎসব হচ্ছে। সেটি হচ্ছে সাগররাজের ছোটমেয়ের জন্মদিন হিসেবে। সাগররাজের ছোটমেয়ের নাম শিলা। শিলার জন্মদিন আজ কিন্তু শিলার মন ভালো নেই। কারণ তার মা তাকে সাগরের ওপরে যেতে দেয় না। তার বোনরা সবাই সাগরের ওপরে যেতে পারে কিন্তু শিলা পারে না। শিলার মা বলে, ১৫ বছর হলে সে ওপরে যেতে পারবে। কয়েক বছর পর শিলার বয়স ১৫ হলো। সে সেদিন মহাখুশি। সাগরের ওপরে এসে অবাক হয়ে গেলো। তখন ছিল সন্ধ্যাবেলা– পাখিরা বাড়ি ফিরছিল, গাছগুলো আস্তে আস্তে মৃদু হাওয়ায় দুলছিল। সাগরও শান্ত। শিলা সাগরের ভেতরে চলে গেলো। তার মা, বাবা ও বোনদের সব বলতে হবে তো।
বয়স : ৩+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ