Samakal:
2025-05-24@00:08:31 GMT

জন্মদিন ও ছোট জলপরি

Published: 23rd, May 2025 GMT

জন্মদিন ও ছোট জলপরি

সাগরে সেদিন উৎসব হচ্ছে। সেটি হচ্ছে সাগররাজের ছোটমেয়ের জন্মদিন হিসেবে। সাগররাজের ছোটমেয়ের নাম শিলা। শিলার জন্মদিন আজ কিন্তু শিলার মন ভালো নেই। কারণ তার মা তাকে সাগরের ওপরে যেতে দেয় না। তার বোনরা সবাই সাগরের ওপরে যেতে পারে কিন্তু শিলা পারে না। শিলার মা বলে, ১৫ বছর হলে সে ওপরে যেতে পারবে। কয়েক বছর পর শিলার বয়স ১৫ হলো। সে সেদিন মহাখুশি। সাগরের ওপরে এসে অবাক হয়ে গেলো। তখন ছিল সন্ধ্যাবেলা– পাখিরা বাড়ি ফিরছিল, গাছগুলো আস্তে আস্তে মৃদু হাওয়ায় দুলছিল। সাগরও শান্ত। শিলা সাগরের ভেতরে চলে গেলো। তার মা, বাবা ও বোনদের সব বলতে হবে তো।
বয়স : ৩+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জন্মদিন ও ছোট জলপরি

সাগরে সেদিন উৎসব হচ্ছে। সেটি হচ্ছে সাগররাজের ছোটমেয়ের জন্মদিন হিসেবে। সাগররাজের ছোটমেয়ের নাম শিলা। শিলার জন্মদিন আজ কিন্তু শিলার মন ভালো নেই। কারণ তার মা তাকে সাগরের ওপরে যেতে দেয় না। তার বোনরা সবাই সাগরের ওপরে যেতে পারে কিন্তু শিলা পারে না। শিলার মা বলে, ১৫ বছর হলে সে ওপরে যেতে পারবে। কয়েক বছর পর শিলার বয়স ১৫ হলো। সে সেদিন মহাখুশি। সাগরের ওপরে এসে অবাক হয়ে গেলো। তখন ছিল সন্ধ্যাবেলা– পাখিরা বাড়ি ফিরছিল, গাছগুলো আস্তে আস্তে মৃদু হাওয়ায় দুলছিল। সাগরও শান্ত। শিলা সাগরের ভেতরে চলে গেলো। তার মা, বাবা ও বোনদের সব বলতে হবে তো।
বয়স : ৩+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সম্পর্কিত নিবন্ধ