ত্বকের মৃতকোষ দূর করবে আমের স্ক্রাবার
Published: 24th, May 2025 GMT
রূপচর্চায় যারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পছন্দ করেন তারা আম দিয়ে বানিয়ে নিতে পারেন স্ক্রাবার। বিশেষ করে গরমে ক্ষতিগ্রস্ত ত্বক থেকে মৃতকোষ দূর করার জন্য আম ব্যবহার করতে পারেন। আমের স্ক্রাবার ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা দেয়। জেনে নিন আমের স্ক্রাবার বানানোর নিয়ম।
উপকরণ:
পাকা আম: ১টি
আরো পড়ুন:
আজ ক্যামেরা দিবস
ভালো ছবি তোলার উপায়
নারীর জন্য প্রতিদিন কতটুকু কফি পান করা নিরাপদ?
মধু: এক চা চামচ
ওটস: ২ টেবিল চামচ
ল্যাভেন্ডারের তেল: কয়েক ফোঁটা
প্রথম ধাপ: শুরুতে ওটস ব্লেন্ডারে দিয়ে হালকা গুঁড়া করে নিন। তারপর পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
দ্বিতীয় ধাপ: এবার একটি পাত্রে আমের পিউরি, ওটসের গুঁড়া, মধু এবং ল্যাভেন্ডারের তেল ভালোভাবে মিশিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো আমাকে স্ক্রাবার। এই স্ক্রাবার ভালভাবে মুখে ম্যাসাজ করে নিতে হবে। সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। এরপর ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি