ত্বকের মৃতকোষ দূর করবে আমের স্ক্রাবার
Published: 24th, May 2025 GMT
রূপচর্চায় যারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পছন্দ করেন তারা আম দিয়ে বানিয়ে নিতে পারেন স্ক্রাবার। বিশেষ করে গরমে ক্ষতিগ্রস্ত ত্বক থেকে মৃতকোষ দূর করার জন্য আম ব্যবহার করতে পারেন। আমের স্ক্রাবার ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা দেয়। জেনে নিন আমের স্ক্রাবার বানানোর নিয়ম।
উপকরণ:
পাকা আম: ১টি
আরো পড়ুন:
আজ ক্যামেরা দিবস
ভালো ছবি তোলার উপায়
নারীর জন্য প্রতিদিন কতটুকু কফি পান করা নিরাপদ?
মধু: এক চা চামচ
ওটস: ২ টেবিল চামচ
ল্যাভেন্ডারের তেল: কয়েক ফোঁটা
প্রথম ধাপ: শুরুতে ওটস ব্লেন্ডারে দিয়ে হালকা গুঁড়া করে নিন। তারপর পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
দ্বিতীয় ধাপ: এবার একটি পাত্রে আমের পিউরি, ওটসের গুঁড়া, মধু এবং ল্যাভেন্ডারের তেল ভালোভাবে মিশিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো আমাকে স্ক্রাবার। এই স্ক্রাবার ভালভাবে মুখে ম্যাসাজ করে নিতে হবে। সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। এরপর ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (২৪ মে ২০২৫)
ছবি: সুপ্রিয় চাকমা