দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচির হুমকি নার্সদের
Published: 24th, May 2025 GMT
ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমান ঘোষণা করার প্রজ্ঞাপন জারি না হলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচিত যাওয়ার হুমকি দিয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কথা বলেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির মন্ত্রণালয়ভিত্তিক প্রতিনিধি শিক্ষানবিশ নার্স এ বি শক্তি ও সালমান রাতুল এবং মিডওয়াইফারি শিক্ষার্থী মিথিলা ও ছোহাইমা রাফা। তাঁরা জানান, ২৯ মে তাঁদের দাবির বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে যদি তাঁদের দাবি মেনে লিখিত কোনো প্রজ্ঞাপন না আসে, তাহলে তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন।
এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, যে যোগ্যতা নিয়ে তাঁরা নার্সিংয়ে ভর্তি হন, তিন বছর পড়ালেখা ও পেশাগত পরীক্ষায় পাস করার পরও তাঁদের ডিগ্রির মান ভর্তিকালীনই থাকে; যা সম্পূর্ণ অমানবিক এবং শিক্ষার্ধীদের প্রতি বৈষম্য। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ন র স
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার পর এ বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে।
ঢাকা/হাসান//