তাঁদের কণ্ঠে ক্রিকেট রং পায়, উত্তেজনায় বুঁদ হয় দর্শক। ক্রিকেটাররা মাঠে খেলেন, ব্যাট-বল হাতে লেখেন রোমাঞ্চকর সব গল্প। আর সেই গল্পগুলো প্রাণ পায় ধারাভাষ্যকারদের কণ্ঠে। মাইক হাতে যিনি যত ভালো সেই গল্প বলতে পারেন, ধারাভাষ্যকার হিসেবে তিনি তত জনপ্রিয়। আর জনপ্রিয়তা বেশি মানে সেই ধারাভাষ্যকারের চাহিদাও বেশি, ফলে তাঁকে সম্প্রচারকদেরও দিতে হয় অনেক অনেক টাকা।

আইপিএলে অবশ্য এমনিতেই টাকার ছড়াছড়ি। নিলামে কোটি কোটি টাকার খেলোয়াড় কেনাবেচা হয়। সেই খেলোয়াড়েরা যখন মাঠে পারফর্ম করেন, সেই খেলার ধারাবিবরণী দিতে গিয়ে  ভাষ্যকারদের আয়ও কম হয় না। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলের মতো যাঁরা এরই মধ্যে ধারাভাষ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাঁরা আইপিএলে মাইক হাতে আয় করেন অনেক টাকা।

আরও পড়ুনভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল, কারা আছেন, কারা নেই৪ ঘণ্টা আগে

আইপিএলে ধারাভাষ্যকারা আসলে কত টাকা আয় করেন, সম্প্রতি তা নিয়ে একটি প্রতিবেদন করেছেন ভারতের ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলের মতো যাঁরা দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত, তাঁদের বেতনও বেশি। সিনিয়র এই ধারাভাষ্যকাররা আইপিএলে ম্যাচপ্রতি পান ৬ থেকে ১০ লাখ রুপি করে। অন্যদিকে জুনিয়র ধারাভাষ্যকার, যাঁরা এই পেশায় কিছুটা নতুন, তাঁরা ম্যাচপ্রতি ৩ লাখ ৫০ হাজার রুপির মতো পান।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলের মতো যাঁরা দীর্ঘদিন ধরে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত, তাঁদের বেতনও বেশি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ