“শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Published: 24th, May 2025 GMT
“মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় পূর্বে অনুষ্ঠিত কর্মশালাসমূহের ধারাবাহিকতায় আয়োজিত এই জেলা পর্যায়ের কর্মশালায় জেলার বিভিন্ন স্তরের অংশীজনবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড.
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ের কর্মশালাগুলো থেকে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবিত করণীয়সমূহ পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর, সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একশন প্ল্যান প্রণয়ন করা।
এই পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে সকল অংশীদারের সম্মিলিত মতামত ও অভিজ্ঞতা শেয়ার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, “শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একটি সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে নিজেদের ভূমিকা সম্পর্কে আরও সচেতন হন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কার্যকর অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ত
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত আব্দুল্লার বাবা শামীম জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার কত বড় তোর চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।
পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘেষণা করে চিকিৎসক। এঘটনায় আমরা ছাব্বির নামে একজনকে আটক করেছি।
এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।