নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নির্ধারিত আলোচ্য সূচি এবং সাংগঠনিক বিষয়ে প্রায় পৌনে তিন ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাছির উদ্দিন বাচ্চু ,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ,ওলামা দলের আহবায়ক হাফেজ মোঃ জাকারিয়া সদস্য সচিব আলম হোসেন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র রহম ন র সদস য ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা  এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত আব্দুল্লার বাবা শামীম জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার কত বড় তোর চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।

পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার  চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘেষণা করে চিকিৎসক। এঘটনায় আমরা ছাব্বির নামে একজনকে আটক করেছি।

এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো।  দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
  • “শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ জন
  • ২৭ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন
  • আমরা নারায়ণগঞ্জবাসীর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
  • সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন