নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নির্ধারিত আলোচ্য সূচি এবং সাংগঠনিক বিষয়ে প্রায় পৌনে তিন ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাছির উদ্দিন বাচ্চু ,ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ,ওলামা দলের আহবায়ক হাফেজ মোঃ জাকারিয়া সদস্য সচিব আলম হোসেন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র রহম ন র সদস য ল ইসল ম

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়
  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সাথে খেলাফত মজলিসের শুভেচ্ছা
  • ফ্যাসিস্টের দোসররা চান না মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিকুল
  • প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার
  • হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী