ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়ের
Published: 25th, May 2025 GMT
নেত্রকোণার পূর্বধলায় ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  
গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫) এবং তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। আহতরা হলেন- একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও তার শ্যালক নায়েব আলী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে ফাজিলপুর বাজারে পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
আহত সুমাইয়া ও তার মামা নায়েব আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
   
ঢাকা/সোহেল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পণ্য রপ্তানিতে বিলিয়ন ডলারের কাছে ইয়াংওয়ান, অর্ধবিলিয়ন ছাড়িয়ে হা-মীম, মণ্ডল ও ডিবিএল
বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ অবস্থানটি দক্ষিণ কোরীয় ব্যবসায়ী কিহাক সাংয়ের মালিকানাধীন ইয়াংওয়ান করপোরেশনের। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপ।
ইয়াংওয়ান ও হা-মীম ছাড়াও রপ্তানিতে সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাকি আট শিল্প গ্রুপ হচ্ছে মণ্ডল গ্রুপ, ডিবিএল গ্রুপ, অনন্ত, প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ, পলমল গ্রুপ, প্যাসিফিক জিনস গ্রুপ ও মাইক্রো ফাইবার গ্রুপ।
সেরা দশে থাকা নয়টি শিল্প গ্রুপের রপ্তানির ৯০ থেকে ১০০ শতাংশই তৈরি পোশাক। এই তালিকায় ব্যতিক্রম শুধু প্রাণ-আরএফএল গ্রুপ। কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে শুরু করে জুতা, আসবাব, প্লাস্টিক ও হালকা প্রকৌশল পণ্য—প্রায় সবই আছে শিল্প গ্রুপটির রপ্তানির তালিকায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রথম আলো বাংলাদেশের রপ্তানি খাতের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর এই তালিকা তৈরি করেছে। এনবিআরের পরিসংখ্যান থেকে স্থানীয় বা প্রচ্ছন্ন রপ্তানি ও নমুনা রপ্তানি বাদ দিয়ে প্রকৃত রপ্তানির হিসাব নেওয়া হয়েছে।
এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশ থেকে মোট ৪৬ দশমিক ৫৭ বিলিয়ন বা ৪ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে শীর্ষ দশ গ্রুপের সম্মিলিত রপ্তানির পরিমাণ ৫ দশমিক ২৫ বিলিয়ন বা ৫২৫ কোটি মার্কিন ডলার, যা মোট রপ্তানির ১১ শতাংশ।
গত ২০২৪–২৫ অর্থবছরে শীর্ষ ১০ রপ্তানিকারক শিল্পগোষ্ঠী