Risingbd:
2025-05-25@10:03:27 GMT

অভিনেত্রীর দুই হাতই ভেঙেছে

Published: 25th, May 2025 GMT

অভিনেত্রীর দুই হাতই ভেঙেছে

দুই হাতই ভেঙে গেছে ভারতীয় টিভি ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জির। কয়েক দিন আগে পড়ে গিয়ে এমন গুরুতর আঘাত পান এই অভিনেত্রী।

নন্দিনী চ্যাটার্জি বলেন, “বাড়িতে পড়ে গিয়ে আঘাত পাই। অসম্ভব ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিই। পরীক্ষার পর জানতে পারি, দুই হাতই ভেঙেছে।”

নন্দিনীর সফল অস্ত্রোপচার হয়েছে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “তড়িঘড়ি অপারেশন করান চিকিৎসকরা। কারণ তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে হবে। এখন সুস্থ হয়ে উঠছি। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি।”

আরো পড়ুন:

‘পুরুষরা অসংবেদনশীল, ওদের বোঝার ক্ষমতা কম’

পোশাক নিয়ে তনুশ্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য

নন্দিনী তার ফেসবুকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নন্দিনীর দুই হাতই প্লাস্টার করা। প্রিয় অভিনেত্রীর এমন অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্স ঘুরলে এমন চিত্রই দেখা যায়।

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ নন্দিনী। সাধারণত মা-কাকিমায়ের চরিত্রে তাকে বেশি দেখা যায়। কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক চরিত্র রূপায়ন করে থাকেন তিনি। বর্তমানে হিন্দি ভাষার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক নন দ ন

এছাড়াও পড়ুন:

জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার অন্য অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর।

তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। 

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) এ তথ্য জানান।
 

সম্পর্কিত নিবন্ধ