বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
Published: 25th, May 2025 GMT
ঢাকার বনানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে বানানী ফ্লাইওভারের ঢালে কাকলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। কাকলির মোড়ে পৌঁছালে রাস্তায় পিছলে পড়ে গেলে পণ্যবাহী ট্রাকটি তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।