দেশের সকল নামকরা ব্র্যান্ডের ঈদ আয়োজনে সবসময়ই থাকে আভিজাত্যের ছোঁয়া। দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে প্রচন্ড দাবদাহের মধ্যে ফ্যাশন সচেতনতার ট্রেন্ডি দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে সবাই উন্মুখ হয়ে থাকেন। ঈদুল আযহার বর্ণিল আয়োজনকে সামনে দেশের অত্যতম ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভও হেঁটেছে সে পথে।
ব্র্যান্ডটির এবারের থিম- ‘ঈদে রাজকীয় ছোঁয়া, ফ্যাশনে মুগল গ্লোয়া। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশেলে টুয়েলভ এনেছে ট্র্যাডিশনাল ও ট্রেন্ডি কালেকশন, যেখানে মুঘল থিম, সফট ফ্লোরাল প্রিন্ট এবং প্যাস্টেল প্যালেট মিলিয়ে তৈরি হয়েছে এক রাজকীয় আধুনিকতা।
গরমের কথা মাথায় রেখে এবারের কালেকশনে ব্যবহার করা হয়েছে হালকা রংয়ের, আরামদায়ক কাপড় যেমন: কটন, ভিসকস, মসলিন মিক্সড, লিনেন-ব্লেন্ড, বিশেষ করে পুরুষদের পাঞ্জাবিতে, লাইট কটন আর জ্যাকার্ড ফ্যাব্রিককে প্রাধান্য দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ফ্যাশনের পাশাপাশি আরামও যেন ঈদের সাজে গুরুত্ব পায়, সেটাই তাদের মূল লক্ষ্য।
সামার ফ্রেন্ডলি কালার যেমন প্যাস্টেল, অফ-হোয়াইট, পিচ ও মিন্ট রঙ মিশিয়ে এবারের কালেকশন সাজানো হয়েছে। পোশাকের বুননে রাখা হয়েছে এয়ার টেক্সচার, যাতে এই পোশাক পরার পরও শরীর সহজে শ্বাস নিতে পারে। ডিজাইনে রয়েছে লুজ ফিট সিলুয়েট আর ফ্লোওয়ে কাট, যেন এই পোশাক পরে ঈদে স্বস্তিতে চলাফেরা করতে পারেন।
কাপড়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির স্টিচিংয়েও একটু ভিন্নতা রয়েছে। ডাবল স্টিচিং টেকসই করার জন্য ফ্ল্যাট লক সেঁলাই ব্যবহৃত হয়েছে, যাতে স্কিন-ফ্রেন্ডলি হয়। নারীদের কালেকশনে আছে জরি ও সিকুইনের হ্যান্ড ফিনিশ টাচ, যেখানে প্রয়োজন মেশিন এমব্রয়ডারি সেখানেও হাতের কাজকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই সঙ্গে পুরুষদের পাঞ্জাবিতে মিনিমাল এবং ক্লাসি পিন টাক বা জ্যাকার্ড কাটওয়ার্কের সেঁলাই।
মুলত ১৮ থেকে ৩৫ বছর বয়সী ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের টার্গেট করে ফ্যাশন হাউসটির পোশাক তৈরি করা হয়েছে। নারীদের কালেকশনে রয়েছে টিনেজার থেকে কর্মজীবী নারীদের উপযোগী ডিজাইন, আর পুরুষদের জন্য কলেজপড়ুয়া থেকে শুরু করে কর্পোরেট পেশাজীবীদের উপযোগী পাঞ্জাবি ও কাবলি।
এবারের ঈদের কালেকশনে নারীদের জন্য রয়েছে কুর্তি, সেলওয়ার কামিজ সেট লং গাউন, টু পিস,কুর্তি-প্যান্ট সেট। অন্যদিকে, পুরুষদের জন্য রয়েছে ক্লাসিক পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি ও কাবলি সেট। এছাড়া কম্বো কালেকশন হিসেবে রয়েছে কাপল ম্যাচিং সেট।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে বিরুদ্ধে বেইজিং কোনো পদক্ষেপ নেবে না, কারণ ‘তারা এর পরিণতি কী হতে পারে তা জানে’। খবর আনাদোলুর।
রবিবার সিবিএস ৬০ মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা খোলাখুলিভাবে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।”
আরো পড়ুন:
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, “এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”
ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। তাইওয়ান প্রসঙ্গটি বাদ পড়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন।
ট্রাম্প বলেন, “বৈঠকে তিনি (শি জিনপিং) এটি উত্থাপন করেননি, কারণ তিনি এটি বোঝেন ও খুব ভালোভাবে বোঝেন।”
তবে, জিনপিং কী বোঝেন তা ব্যাখ্যা করার জন্য চাপ দেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।”
তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে।
ঢাকা/ফিরোজ