রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, বিপুল রক্তপাতের মধ্য দিয়ে আমরা এ পর্যায়ে উপনীত হয়েছি। ঐক্যের এমন সুযোগ বারবার আসবে না। একমত না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে ড.

আলী রীয়াজ এসব কথা। তিনি বলেন, প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়া যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও জনসমক্ষে প্রকাশ করা হবে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।

আলী রীয়াজ বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এজন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কার কার্যক্রমের অগ্রতির সুযোগ নেই। 

সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অংশ নেন বিচারপতি আবদুল মতিন, ড. গীতিয়ারা নাসরীন, জেনারেল (অব) মুনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. সামিনা লুৎফা, ড. মির্জা হাসান, আশরাফুন নাহার মিষ্টি, বাসুদেব ধর, সুলতানা রাজিয়া ও ইলিরা দেওয়ান।

 

 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: আল র য় জ ঐকমত য

এছাড়াও পড়ুন:

নির্বাচনী ট্রেনে বাংলাদেশ ও ভোটের হিসাব–নিকাশ

রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। প্রশ্ন হলো, সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে? সবাই কি ট্রেনযাত্রায় সমান সুবিধা পাবে? 

এবার কতটি দল নির্বাচনে অংশ নেবে, এখনই বলা যাচ্ছে না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ৩০টির মতো দল অংশ নেয়। এর বাইরেও অনেক দল আছে। নিবন্ধনের জন্য নতুন করে আবেদন করেছে শতাধিক দল। এর কেউ নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে, কেউ পাবে না। বাংলাদেশে নির্বাচনে যাঁরা বারবার জামানত হারান, তাঁরাও মনে করেন জয়ী হবেন।

কেবল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ট্রেনে ওঠালে হবে না। নাগরিক তথা ভোটারদেরও ওঠাতে হবে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেননি। এবার সব ভোটারের ভোটাধিকার নিশ্চিত করে প্রমাণ করতে হবে, এই নির্বাচন আগেরগুলোর চেয়ে আলাদা। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সব ভোটারকে নির্বাচনী ট্রেনে তুলতে হবে। কাজটি সহজ নয়। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশনা পাওয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একধরনের প্রচারে ছিলেন। নির্দেশনা পাওয়ার পর তাঁদের তৎপরতা আরও বেড়েছে। বিএনপি, গণতন্ত্র মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাঁরা নিয়মিত নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন, জনসংযোগ করছেন।

নির্বাচনী প্রচারে পুরোনো দলগুলোর সুবিধা হলো, তাদের দলীয় প্রতীক ঠিক করা আছে। কিন্তু নতুন দলগুলো কী করবে? জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছিল, তাদের শাপলা প্রতীক দেওয়া হোক। জুলাই পদযাত্রায় শাপলার পক্ষে তারা ব্যাপক প্রচারও চালিয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন বলেছে, শাপলা জাতীয় ফুল। নির্বাচনী প্রতীক হিসেবে কাউকে এটা দেওয়া হবে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। তাঁরা বলেছেন, শাপলা নির্বাচনী প্রতীক না হলে ধানের শীষও থাকবে না। রাষ্ট্রীয় মনোগ্রামে দুটোর ছবিই আছে। তবে বিকল্প হিসেবে এনসিপি আরও দুটি প্রতীক দিয়েছে, কলম ও মুঠোফোন। নির্বাচন কমিশনের উচিত নিবন্ধনের আবেদনপত্রগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। অন্যথায় জটিলতা বাড়বে।

জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনসিপি সারা দেশে পদযাত্রা করছে। ইতিমধ্যে তারা দুটি বিভাগে পদযাত্রা শেষ করে তৃতীয় বিভাগে কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে ব্যাপকসংখ্যক মানুষের উপস্থিতিতে এনসিপি নেতারা বেশ উজ্জীবিত। এনসিপির এক নেতা আলাপকালে বললেন, তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে অভাবিত সাড়া পাচ্ছেন। এখন তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হলো এই সমর্থন নির্বাচন পর্যন্ত ধরে রাখা। 

নির্বাচন কমিশন আগেই বলেছিল, ডিসেম্বরে নির্বাচন হলেও তারা প্রস্তুত আছে। ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিতর্কটি বেশ পুরোনো। বর্তমান কমিশন বলেছে, তারা কোনো নির্বাচন ইভিএমে করবে না। ব্যালটেই সব ভোট হবে। এর পাশাপাশি তারা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে পাঁচটি সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে। এর আগে সিইসি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও সরকারের মনোভাব জানার চেষ্টা করেছে। 

এদিকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সঙ্গে বৈঠক করে সংস্কারের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন। তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা, ভবিষ্যতে কোনো দল চাইলেই যাতে সংবিধান পরিবর্তন করে ফেলতে না পারে, সে ধরনের বিধান এবং নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছেন। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে এসব সংস্কার জরুরি বলে মনে করি। 

আরও পড়ুনশুধুই নির্বাচন নাকি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন?১৩ জুন ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অনেকগুলো বিষয়ে সুরাহা হয়েছে। আবার অনেক বিষয় আটকে আছে মতানৈক্যের কারণে। বিশেষ করে উচ্চকক্ষ ও নারী আসনের নির্বাচনপদ্ধতি। জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, এ দুটো বিষয়েও শিগগিরই সমঝোতায় আসা যাবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা কঠিন হবে না। 

প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছে রাজনৈতিক দলগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই নির্বাচনের পথনকশা পাবেন বলে আশা করছেন। গণতন্ত্র মঞ্চের একজন প্রভাবশালী নেতা বলেছেন, সরকার চাপে পড়লে সঠিক সিদ্ধান্ত নেয়। জামায়াতে ইসলামী ও এনসিপির কথায়ও নরম সুর লক্ষ করা যাচ্ছে। জামায়াত ফেব্রুয়ারির সময়সীমার ওপর আস্থা রাখার কথা বলেছে। তবে তাদের সতর্কবাণী হলো, ‘ভোট যেন আওয়ামী লীগ আমলের মতো না হয়।’

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আপত্তি নেই এনসিপিরও। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেছেন, ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয়, তাহলে নির্বাচনের বিষয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না।’ সাম্প্রতিক কালে এই দুটি দলই আনুপাতিক ভোটপদ্ধতি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশের বিষয়ে সোচ্চার। 

আরও পড়ুনএত কিছুর পরও নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি-এপ্রিলের দোলাচল কেন১১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনসিপি সারা দেশে পদযাত্রা করছে। ইতিমধ্যে তারা দুটি বিভাগে পদযাত্রা শেষ করে তৃতীয় বিভাগে কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিতে ব্যাপকসংখ্যক মানুষের উপস্থিতিতে এনসিপি নেতারা বেশ উজ্জীবিত। এনসিপির এক নেতা আলাপকালে বললেন, তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে অভাবিত সাড়া পাচ্ছেন। এখন তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হলো এই সমর্থন নির্বাচন পর্যন্ত ধরে রাখা। 

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকায় অনেকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে ভাবছে নতুন প্রজন্মের এ দলটিকে। আবার তাদের অতি আত্মবিশ্বাস বিপদও ডেকে আনতে পারে। এক টিভি টক শোতে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বললেন, যতই দিন যাচ্ছে, বিএনপির জনপ্রিয়তা কমছে। তাঁর দাবি, আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারা ৫০ থেকে ৬০টি আসন পেতে পারে। অভ্যন্তরীণ হানাহানির কারণে বিএনপির জনপ্রিয়তা কমতে পারে। তাই বলে ৫০–৬০টি আসন পাবে, এটা বিশ্বাসযোগ্য নয়। 

সাম্প্রতিক কালে যেসব সংস্থা জরিপ করছে, তার ফলাফল এনসিপি নেতার দাবির সঙ্গে মেলে না। সব জরিপেই বিএনপি এগিয়ে আছে। বিএনপির পর জামায়াতে ইসলামী এবং কোনো কোনো জরিপে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এনসিপির অবস্থান বেশ নিচে।

অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিএনপি ভোটের মাঠে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করছে। দলের কোনো কোনো নেতার বক্তব্য হলো, ২৭০–২৮০টি আসনের নিচে তারা পাবে না। এর জবাবে মাঠে না থাকা আওয়ামী লীগ নেতাদের কথাই বিএনপিকে স্মরণ করিয়ে দেব। ১৯৯১ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের কোনো কোনো নেতা আস্ফালন করে বলেছিলেন, বিএনপি ২০টির বেশি আসন পাবে না। ওই নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। পরাজিত আওয়ামী লীগকে বিরোধী দলের আসনে বসতে হয়। 

নির্বাচনী ট্রেন পুরোপুরি চালু হলে বোঝা যাবে কে কার ভোটসঙ্গী বা সহযোগী হবে। জামায়াত কিংবা এনসিপি এখনো জোটবদ্ধ নির্বাচনের কথা ভাবছে না। তবে ‘প্রবল প্রতিপক্ষকে’ রুখতে তাদের মধ্যে আসন সমঝোতা হতে পারে। সে ক্ষেত্রে বিএনপিকেও নতুন কৌশল নিয়ে এগোতে হবে। ২৭০–২৮০টি আসনের ঘোরে থাকলে চলবে না। 

সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি

[email protected]

* মতামত লেখকের নিজস্ব

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: আলী রীয়াজ
  • দলীয় গন্ডির বাইরে গিয়ে মৌলিক সংস্কার প্রশ্নে সবাইকে একমত হওয়ার আহ্বান আলী রীয়াজের
  • কিছু বিষয় অমিমাংসিত, শুল্ক ছাড় নিয়ে ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ
  • নির্বাচনী ট্রেনে বাংলাদেশ ও ভোটের হিসাব–নিকাশ
  • কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের
  • শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
  • দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি
  • দেশে আবার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা যাতে তৈরি না হয়, সে বিষয়ে সবাই একমত: আলী রীয়াজ
  • আলোচনায় বেশিরভাগ ইস্যুতে উভয়পক্ষ একমত