রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, বিপুল রক্তপাতের মধ্য দিয়ে আমরা এ পর্যায়ে উপনীত হয়েছি। ঐক্যের এমন সুযোগ বার বার আসবে না। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে ড.

আলী রীয়াজ এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়া যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও জনসম্মুখে প্রকাশ করা হবে।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ঠ নয়। এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অংশ নেন বিচারপতি আবদুল মতিন, ড. গীতিয়ারা নাসরীন, জেনারেল (অব) মুনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. সামিনা লুৎফা, ড. মির্জা হাসান, আশরাফুন নাহার মিষ্টি, বাসুদেব ধর, সুলতানা রাজিয়া ও ইলিরা দেওয়ান।

উৎস: Samakal

কীওয়ার্ড: আল র য় জ ঐকমত য

এছাড়াও পড়ুন:

সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: মুনীরুজ্জামান

সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধি বা যাঁরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। তা ছাড়া অন্য কারও কোনো অধিকার বা এখতিয়ার নেই এটাকে বড় ধরনের পরিবর্তন করার।

আজ রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সংস্কার বিষয়ে সুশীল সমাজের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন মুনীরুজ্জামান।

নিরাপত্তা বিশ্লেষক মুনীরুজ্জামান বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে, সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধি বা যাঁরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। তা ছাড়া অন্য কারও কোনো অধিকার বা এখতিয়ার নেই, এটাকে বড় ধরনের পরিবর্তন করার। এটা করতে গেলে পরে যে জটিলতা আসবে, সেটা হতো কাটিয়ে ওঠা কঠিন হবে।

মুনীরুজ্জামান বলেন, এই কারণে তিনি বলতে চান যে, যেটুকু করা সম্ভব, সেটুকু শুধু করা উচিত। এর বাইরে এমন কিছুতে হাত দেওয়া উচিত না, যাতে বর্তমানে যে জটিল পরিস্থিতি আছে, সেটা আরও জটিলতর হয়।

এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, সবকিছুর ঊর্ধ্বে মনে রাখতে হবে যে, যত শিগগিরই সম্ভব যাতে গণতন্ত্রে উত্তরণ করা যায়। কারণ এই জুলাই-আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে, তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে উত্তরণ।

সব সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারবে—সেই উচ্চাশা করা ঠিক হবে না বলে মনে করেন মুনীরুজ্জামান। তিনি বলেন, এই পর্যায়ে যেসব সংস্কার প্র্যাকটিক্যাল, সেগুলো থেকে দুটো সংস্কারের ব্যাপারে বিশেষ করে জোর দিতে হবে। কোনো সংস্কারই টেকসই হবে না, যদি এর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল একমত না হয়।

মুনীরুজ্জামান বলেন, ইতিপূর্বে দেখা গেছে, বিভিন্ন সময় অনেক সংস্কার হয়েছিল। ১ / ১১-এর সময় অনেক সংস্কার হয়েছিল। কিন্তু কোনোটাই টেকসই হয়নি। কাজেই উচিত হবে, এমন ধরনের সংস্কার করা, যেগুলো টেকসই হবে। যেগুলো থেকে জাতি ভবিষ্যতে উপকার পাবে। কাজেই এখন সর্বোপরি প্রধান লক্ষ্য হবে, সংস্কার করে যাতে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়া যায়। যত শিগগিরই অগ্রসর হওয়া যায়, সেদিকে লক্ষ্য রাখা।

সুশীল সমাজের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান। আলোচনায় নাগরিক সমাজের ১১ প্রতিনিধি উপস্থিত আছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলোও জানানো হবে: আলী রীয়াজ
  • দুর্নীতি কমেনি বরং বেড়েছে: গয়েশ্বর
  • নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের দাবি সামিনা লুৎফার
  • ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ
  • সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: মুনীরুজ্জামান
  • পুঁজিবাজার কার্যকর করতে দরকার রাজনৈতিক সদিচ্ছা
  • দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি
  • ইউনূসের ‘পদত্যাগ’ ভাবনা, যেভাবে সংকট কাটতে পারে
  • অবিলম্বে বিচার-সংস্কার-নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করুন