৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস
Published: 25th, May 2025 GMT
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সংশ্লিষ্ট ডিপোতে গতকাল শনিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
বিআরটিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারাসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি বাস ডিপো হতে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে।
এছাড়া, নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গীপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।
বাস রির্জাভের জন্য বিআরটিসি’র প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
ঢাকা/হাসান/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সৈকতে ভেসে এল ট্রাউজার পরা অজ্ঞাত যুবকের লাশ
চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার ফুলতলী সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর পরনে একটি ট্রাউজার রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, দুপুরের দিকে সৈকতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক বাসিন্দা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে আনোয়ারা বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখন পর্যন্ত লাশটির পরিচয় জানতে পারেননি। লাশের গায়ের চামড়া খসে গেছে। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।