অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। মাঝে ছিলেন দুই বছরের বিরতিতে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন তিনি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেননি ঢালিউডের প্রিয়দর্শিনী। সেময়ই তার ভক্তরা ধরে নিয়েছিলেন, একদিন হঠাৎ করেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে বলে উঠবেন ‘আমি ফিরেছি।’ অবশেষে সেটাই হল। অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌমুমী।
মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। দুই বছর ধরে আছেন সেখানে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং।
এতে মৌসুমীর সহশিল্পী ছিলেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছি হাসান জাহাঙ্গীর।
জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে।
মৌসুমী বলেন, ‘বেশ বিরতির পর শুটিংয়ে ফিরতে পেরে ভালোই লেগেছে। অন্যরকম গল্পের কাজ এটি। বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক এটি পর্দায় দেখুক। রাত জেগে শুটিং করেছি। টেলিছবিটি দর্শকদের ভালো লাগলে সব কষ্ট সার্থক হবে।’
প্রসঙ্গত, মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক