জাতীয় পাঠ্যক্রম এবং ইংরেজি মাধ্যম স্কুলের সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল
Published: 26th, May 2025 GMT
শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব উদ্যাপন ও যোগাযোগদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বে ‘দ্য ফেমল্যাব সায়েন্স কমিউনিকেটরস প্রতিযোগিতা ২০২৫’ এবং ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
গত শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ফেমল্যাব সায়েন্স কমিউনিকেটরস প্রতিযোগিতা এবং গতকাল রোববার ঢাকার ব্রিটিশ কাউন্সিল ফুলার রোডের অডিটরিয়ামে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের অডিটরিয়ামে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা, ২৫ মে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ট শ ক উন স ল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।