ব্যাংকে ঝুঁকি আসার আগেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
Published: 26th, May 2025 GMT
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন ও সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতির পরিবর্তে ‘ওয়াচ অ্যান্ড অ্যাক্ট’ নীতি অনুসরণ করবে। এর অর্থ হলো, ঝুঁকি আসার আগেই তা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের ব্যাংকের উদ্যোগে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ শীর্ষক কর্মশালায় আহসান এইচ মনসুর এমন মন্তব্য করেন। গতকাল রোববার আয়োজিত এ কর্মশালায় সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা অংশ নেন। ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদৃঢ়, স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ চালু করছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে প্রচলিত তদারকি পদ্ধতির পরিবর্তে ঝুঁকিভিত্তিক তদারকি পদ্ধতি কার্যকর হবে। গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে গভর্নর আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সব ব্যাংকের সহযোগিতার মাধ্যমেই একটি দৃঢ়, স্থিতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
কর্মশালায় ডেপুটি গভর্নর মো.
ডেপুটি গভর্নর কবির আহাম্মদ বলেন, সীমিত সম্পদকে সঠিক ও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
কর্মশালায় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে একটি উপস্থাপনা দেন। এ বিষয়ে আলোচনা করেন গভর্নরের দুই উপদেষ্টা সাবেত ইবনে সিদ্দিকী ও আহসান উল্লাহ।
কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব