"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে। সোমবার (২৬ মে) সকালে ১১ টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে তিন দিন ব্যাপি এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মো মাশফাকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.

ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো আতিকুল রহমান। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের যে প্রজন্ম আছে আগামী দিনে তারা অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মেধাবী এবং তারা বিভিন্ন দেশে সে মেধার স্বাক্ষর রেখেছে আমরা জানি জুলহাস মোল্লা কথা মানিকগঞ্জের প্ল্যান উড়িয়েছেন  আমাদের নারায়ণগঞ্জে কি এরকম জুলহাস মোল্লা আসতে পারে না।

যারা এই প্রযুক্তি যোগ্যতা প্রমাণ করবে আমরা জেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবো এবং সহায়তা করবো। তাদের উৎসাহী করবো যে ধরণের সাপোর্ট দেয়ার প্রয়োজন আমরা সেই সার্পোট দিবো। আমরা চাই আমাদের মেধাবী সন্তানরা এই প্রযুক্তিকে আমাদের সামনে নিয়ে আসুক তাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে আসবে। এই জন্য আমাদের এ আয়োজন।

তিনি আরো বলেন এই বিশ্বে যে চলমান যে স্থির তার সাথে  যেনো আমরা নিজেদেরকে তাল মিলিয়ে চলতে পারি। আমরা বিশ্বের কারো দ্বারা শোষিত হতে চাই না। আমাদের কেউ শোষণ করুক আমরা সেটা চাই না কারো মুখাপেক্ষী হতে থাক হয়ে থাকতে চাই না।

আমাদের মেধা দিয়ে যোগ্যতা দিয় নিজের পায়ে দাঁড়াতে চাই এবং সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং দেশকে ভালোবেসে এই দেশের জন্য কাজ করতে হবে।   
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আম দ র

এছাড়াও পড়ুন:

বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বন্দর উপজেলায় বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রশিক্ষণ (২০২৪-২০২৫) এর সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বন্দও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বন্দর, মো. সালে আহমদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি হাজী আলমচান মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ শাহানশাহ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান । 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণাথীরা। 

ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত এ্যাথলেটিক্সদের ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ও তাদের শিক্ষকরা প্রশিক্ষণের মান ও আয়োজনের প্রশংসা করেন। 

তিনি আরও বলেন, জেলা ক্রীড়া অফিসার ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে সবার সফলতা কামনা করেন।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • জামায়াত নেতা আজাহারুল ইসলামের মুক্তি, এতিমদের মাঝে খাবার বিতরণ
  • নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  
  • তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিব’র যোগদান 
  • তারুণ্যের সমাবেশে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির শোডাউন
  • তারুণ্যের সমাবেশে সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের চমক 
  • বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ
  • নাসিক প্রশাসককে চব্বিশের শহীদদের স্মরণে স্মারক বই দিলো জামায়াত
  • খুলনায় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতাসহ গুলিবিদ্ধ ৩
  • মাদারীপুরে হামলায় আহত যুবকের মৃত্যু, কয়েকটি বাড়িতে হামলা