লাহোরে শিশির নেই, তবু কেন শিশিরে ভয় লিটনদের
Published: 27th, May 2025 GMT
কাল বিকেলের দিকে লাহোরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনও টিম হোটেল থেকে মুঠোফোনে সে রকমই ধারণা দিলেন, ‘এখানে আবহাওয়া বেশ গরম। বাংলাদেশে যে রকম দেখে এসেছি, তার চাইতেও অনেক বেশি।’
তবে পাকিস্তানে সেই গরম খুব বেশি গায়ে মাখতে হবে না বাংলাদেশ দলের ক্রিকেটারদের। গরম তো শীতাতপনিয়ন্ত্রিত হোটেল থেকে বের হলে। খেলা আর অনুশীলনের সময়টুকু ছাড়া সে সুযোগই তো নেই সেখানে!
আরও পড়ুনপারিশ্রমিক না দেওয়া বিপিএল দলগুলোর বিরুদ্ধে আইনি পথে বিসিবি১৩ ঘণ্টা আগেবরাবরের মতো এবারও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে আছে তিন টোয়েন্টির সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দল। অন্যান্য বারের তুলনায় এবার সেখানে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর এবং ক্রিকেটারদের গতিবিধি আরও নিয়ন্ত্রিত হয়ে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, এবার বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছেই অস্থির এক সময়ের মধ্যে।
পাক–ভারত সংঘাতের কারণে সিরিজটা হওয়া নিয়েই এক পর্যায়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে নতুন সূচিতে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ থেকে দুই ম্যাচ ছেঁটে সিরিজ এখন তিন টি–টোয়েন্টি ম্যাচের, যার প্রথমটি হবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল অনুশীলন করে বাংলাদেশ দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল দ শ দল
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//