মাদকের টাকা না পেয়ে মারধরে মায়ের মৃত্যু, ছেলে পলাতক
Published: 27th, May 2025 GMT
সাভারের আশুলিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেয়ায় মা সুফিয়া খাতুনকে (৬২) মারধরের করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন (৩২) পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুফিয়া খাতুন উপজেলার আশুলিয়া থানার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের মেয়ে।
আরো পড়ুন:
গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ
নাটোরে মাটি ধসে পড়ে প্রাণ গেল শিশুর
স্থানীয়রা জানান, আওলাদ মাদক সেবন করেন। তিনি সোমবার (২৬ মে) দুপুর থেকে তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন। ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে এবং ধামরাই থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
ঢাকা/সাব্বির/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে