পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে ৩ জুন থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হচ্ছে। যা চলবে ১০ জুন পর্যন্ত।
বুধবার (২৮ মে) ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন জানান, প্রয়োজনীয় সংখ্যক লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীচাপ বেড়ে গেলে অতিরিক্ত লঞ্চও নামানো হবে। নিরাপত্তা ও যাত্রীর হয়রানি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার আহ্বায়ক মামুন অর রশিদ বলেন, “ঈদের সময় লাখ লাখ মানুষ ঢাকা ছাড়েন পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে। নদী পার হয়ে বরিশাল, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, খুলনাসহ দক্ষিণের নানা জেলা শহরে পৌঁছাতে লঞ্চই এখনো অনেকের কাছে নিরাপদ ও সাশ্রয়ী ভরসা।”
পদ্মা সেতুর পর চালু হওয়া সড়কপথের সুবিধায় কেবিনের অগ্রিম টিকিট বিক্রিতে ভাটা পড়েছে জানিয়ে তিনি বলেন, “আগে ঈদের দুই সপ্তাহ আগেই টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ত যাত্রীরা। এখন কেবল নিয়মিত যাত্রীরাই অগ্রিম কেবিন টিকিট কাটেন। তবে যাত্রীসংখ্যা কমে গেলেও লঞ্চমালিকদের আরেক চিন্তা যানজট। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যাত্রাপথ এখন যেন আরেক পরীক্ষার নাম। এই যানজটই আমাদের ক্ষতির অন্যতম কারণ। অনেক যাত্রী টার্মিনালেই আসতে চান না।” তিনি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ঢাকা/এএএম/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান