ঋষভ পান্ত দীর্ঘ প্রতীক্ষার পর আত্মপ্রকাশ করলেন এক ঝলমলে সেঞ্চুরি দিয়ে। অথচ সেই আলোও ঢেকে গেল বেঙ্গালুরুর বিজয়গাথায়। যখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস স্কোরবোর্ডে সুনামি তুললো, তখন মনে হচ্ছিল এই ম্যাচ বুঝি পান্তময়ই হবে। কিন্তু নাটকের শেষাংশে এসে জিতেশ শর্মা ও বিরাট কোহলির নেতৃত্বে লেখা হলো এক নতুন মহাকাব্য।

দীর্ঘ সময় চুপচাপ থাকা ঋষভ পান্ত হঠাৎ করেই যেন সেই পুরনো বিস্ফোরক চেহারায় ফিরলেন। মাত্র ৬১ বলে ১১ চার ও ৮ ছয়ে গড়া ১১৮ রানের ইনিংসে তিনি রীতিমতো লক্ষ্ণৌকে উড়ান দিলেন ২২৭ রানের বিশাল স্কোরে। মিচেল মার্শের (৬৭ রান, ৩৭ বল) সঙ্গে ১৫২ রানের জুটিও দলকে ভরসা দিয়েছিল। বিশেষ করে ২০ বলে ফিফটি আর ৫৪ বলে শতরান– পরিসংখ্যান বলছে পান্ত একাই ম্যাচের চালচিত্র বদলে দিয়েছিলেন।

কিন্তু এত বড় লক্ষ্যও যেন বেঙ্গালুরুর জন্য ভয় নয়, বরং প্রেরণা। দ্বিতীয় ওভারেই কোহলি ও ফিল সল্ট ঝড় তুললেন – ২২ রান! সল্ট ৩০ রানে থামলেও, কোহলি তুলে নিলেন ২৭ বলে ফিফটি। আউট হওয়ার আগে করেন ৫৪ রান।

আরো পড়ুন:

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী আইন বিভাগ

বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সেই মানুষটি, যিনি অধিনায়ক হিসেবেও এবার আলো ছড়াচ্ছেন- জিতেশ শর্মা। মাঠে নেমেই প্রথম বলেই চার, আর তারপর যেন থামার নাম নেই। ৩৩ বলে ৮৫ রানের ইনিংসটি ছিল একটানা আক্রমণের গল্প। তার সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে মায়াঙ্ক (৪১*) নিশ্চিত করে দেন, শেষ পর্যন্ত কে হাসবে।

১৮.

৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩০ রান করে ম্যাচ শেষ করে বেঙ্গালুরু। আইপিএল ইতিহাসে এটিও একটি উল্লেখযোগ্য রান তাড়া — এবং সেটাও এমন এক ম্যাচে, যেখানে কোয়ালিফায়ার নিশ্চিত করাই ছিল লক্ষ্য!

এ জয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় বেঙ্গালুরু। তারা ২৯ মে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের সঙ্গে। অন্যদিকে, গুজরাট ও মুম্বাই খেলবে এলিমিনেটর রাউন্ডে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চার মাসেও তালা খোলেনি বেগম রোকেয়া টেকনিক্যাল কলেজের

চার মাস আগে সুপারের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ এনে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। সত্যতাও পাওয়া গেছে। কিন্তু তালা খোলা হয়নি। দীর্ঘদিন লেখাপড়া থেকে দূরে থাকায় ৩৫০ শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নানকর বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ভুক্তভোগীরা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন চার মাস আগে। এক শিক্ষক বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন। তদন্ত চলছে। সব ঠিক আছে। প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? কেন কর্তৃপক্ষ প্রতিষ্ঠান চালু রাখার ব্যবস্থা করেনি? আমাদের সন্তানদের জীবন থেকে চার মাস চলে গেলে এ দায় কার? এসব প্রশ্নের জবাব আমরা কার কাছে পাব? 
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সুপারের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এতদিনেও কেন প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়ার ব্যবস্থা হলো না জানতে চাইলে কোনো উত্তর দেননি এ কর্মকর্তা। এক পর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সুপার জাহিদুল ইসলাম। চাকরি না পেয়ে ভুক্তভোগীরা চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সুপারের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে পাঠদান বন্ধ রয়েছে। সুপারও পাওনাদারের চাপের মুখে প্রতিষ্ঠানে যাচ্ছেন না। অন্য শিক্ষকেরা মাঝেমধ্যে অফিসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। 
নবম শ্রেণির শিক্ষার্থী রাব্বি মিয়া ও দ্বাদশ শ্রেণির জেসমিন খাতুন জানায়, ফেব্রুয়ারি মাস থেকে শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষকরাও আসেন না। বছরের প্রায় অর্ধেক চলে গেছে। এভাবে চলতে থাকলে পড়ালেখার কী হবে? তারা এর সমাধান চায়। 
একাদশের নয়ণ চন্দ্র বর্মণ আক্ষেপ করে বলে, ‘সুপারের কারণে আজ আমাদের এ অবস্থা। তার অপরাধের শাস্তি পাচ্ছি আমরা। কর্তৃপক্ষ কেন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না বুঝতে পারছি না। এভাবে কতদিন আমাদের পড়ালেখা বন্ধ থাকবে?’ 
জানা গেছে, জাহিদুল ইসলাম ২০১৮ সালে যোগদান করেন। এরপর থেকে অনিয়ম-দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। অনেককে ভুয়া নিয়োগপত্রও দিয়েছেন। ভর্তি ও ফরম পূরণ ফি বাবদ আদায় করা ৩০ লাখ টাকা, রিজার্ভ ও জেনারেল তহবিলের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও নানা অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রতিনিয়ত লোকজন প্রতিষ্ঠানে এসে টাকার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। পাওনাদারের চাপের মুখে সুপার ফেব্রুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানে আসছেন না। 
ভুক্তভোগী শাহীন মিয়া জানান, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে নৈশপ্রহরী পদে লোক চেয়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সুপার তাঁকে চাকরি দেবেন বলে জানান। বিনিময়ে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। জমি বিক্রি করে ৬ লাখ ২৫ হাজার টাকা সুপারকে দেন। নিয়োগপত্র নিয়ে যোগদান করতে গেলে জানতে পারেন সেটি ভুয়া। টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন সুপার। 
একই ঘটনা ঘটেছে স্থানীয় আব্দুল মোত্তালিবের ক্ষেত্রেও। চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা নেন সুপার। কিন্তু, চাকরি দেননি। টাকাও ফেরত দেননি। আব্দুল মোত্তালিব বলেন, ‘মুই গরিব মানুষ। কোনোমতে বউ ছইলোক নিয়া করি খাও। চাকরি দিবার চায়া মোর কাছে জাহিদুল সুপার দেড় লাখ টাকা নেচে। চাকরিও দেয় নাই, ট্যাকাও দেওচে না। মুই এর বিচার চাও।’
এদিকে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ, ভর্তি ও ফরম পূরণের টাকা আত্মসাৎ, দিনের পর দিন প্রতিষ্ঠানে অনুপস্থিতসহ ৮টি অভিযোগ এনে শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল তদন্ত করেছেন। তিনি গত ১৫ এপ্রিল ইউএনওর কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও এখনও পর্যন্ত সুপারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 
অভিযোগের বিষয়ে সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগের ৮০ ভাগই মিথ্যা। সত্য হলো কয়েকজনের কাছে টাকা ধার নিয়েছিলাম। দ্রুত পরিশোধ করব। কাউকে ভুয়া নিয়োগপত্র দিইনি।’ লাখ লাখ টাকা আত্মসাতের বিষয়ে বলেন, ‘একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের কারণে প্রতিষ্ঠানে যেতে পারছি না। সব ঝামেলা মিটিয়ে শিগগিরই প্রতিষ্ঠানে নিয়মিত হবো।’
ইউএনওর (অতিরিক্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ্ বলেন, ‘শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’

সম্পর্কিত নিবন্ধ