ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১৫ জুন
Published: 28th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই প্রোগ্রামে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জুন। বিভাগটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন।
প্রোগ্রামের বিবরণএই প্রোগ্রামের ক্রেডিট সংখ্যা ৩৬। এর মধ্যে থিওরি ৩০টি ও প্রজেক্ট ৬টি, মেয়াদ ১৮ মাস, ৩টি সেমিস্টার। আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা।
ভর্তির যোগ্যতাআবেদনকারীকে অবশ্যই ইইই, ইটিই, অ্যাপ্লায়েড পদার্থ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লায়েড পদার্থ অ্যান্ড ইলেকট্রনিকস, সিএসই, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিই, আইসিটি, ইসিই, মেটার্নাল সায়েন্স, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম সিজিপিএ–২.
৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। লিখিত পরীক্ষার বিষয়: অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক, এসি ও ডিসি ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল পাওয়ার ও মেশিন, কম্পিউটার ফান্ডামেন্টাল।
গুরুত্বপূর্ণ তারিখআবেদনের শেষ তারিখ ১৫ জুন, লিখিত পরীক্ষা হবে ২০ জুন। ২৪ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, মৌখিক পরীক্ষা হবে ২৭ জুন। নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৮ জুন প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাই ভর্তি হতে হবে, ক্লাস শুরুর তারিখ ৪ জুলাই থেকে।
বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল খ ত পর ক ষ
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল