ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই প্রোগ্রামে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জুন। বিভাগটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন।

প্রোগ্রামের বিবরণ

এই প্রোগ্রামের ক্রেডিট সংখ্যা ৩৬। এর মধ্যে থিওরি ৩০টি ও প্রজেক্ট ৬টি, মেয়াদ ১৮ মাস, ৩টি সেমিস্টার। আবেদন ফি ২ হাজার ৫০০ টাকা।

ভর্তির যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ইইই, ইটিই, অ্যাপ্লায়েড পদার্থ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লায়েড পদার্থ অ্যান্ড ইলেকট্রনিকস, সিএসই, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিই, আইসিটি, ইসিই, মেটার্নাল সায়েন্স, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম সিজিপিএ–২.

৫০ (৪–এর মধ্যে) থাকতে হবে। ও লেভেল, এ লেভেল ও বিদেশি ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আগে ইইই বিভাগে যোগাযোগ করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে হবে না। আবেদনের জন্য ভিজিট করতে হবে:

পরীক্ষার বিস্তারিত

৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। লিখিত পরীক্ষার বিষয়: অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক, এসি ও ডিসি ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল পাওয়ার ও মেশিন, কম্পিউটার ফান্ডামেন্টাল।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ ১৫ জুন, লিখিত পরীক্ষা হবে ২০ জুন। ২৪ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, মৌখিক পরীক্ষা হবে ২৭ জুন। নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৮ জুন প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাই ভর্তি হতে হবে, ক্লাস শুরুর তারিখ ৪ জুলাই থেকে।

বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল খ ত পর ক ষ

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ